Dhaka বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পান্থকুঞ্জ পার্কে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর শাহবাগের পান্থকুঞ্জ পার্কে বট গাছের ডালের সঙ্গে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ বছর।

মঙ্গলবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে উদ্ধার করে ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে টহল ডিউটি করার সময় পুলিশ খবর পায়, পান্থকুঞ্জ পার্কে একটি বটগাছের সঙ্গে লুঙ্গি দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলে আছে একজন। এই সংবাদ শুনে ঘটনাস্থল গিয়ে ঝুলন্ত অবস্থা থেকে যুবকটিকে নামিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায় পুলিশ। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত যুবক ভবঘুরে প্রকৃতির। ওই যুবকের পরিচয় এখনও জানা যায়নি। ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে তার নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নাশকতা মামলায় সাবেক এমপি কবিরুল কারাগারে

পান্থকুঞ্জ পার্কে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ১২:৪৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

রাজধানীর শাহবাগের পান্থকুঞ্জ পার্কে বট গাছের ডালের সঙ্গে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ বছর।

মঙ্গলবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে উদ্ধার করে ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে টহল ডিউটি করার সময় পুলিশ খবর পায়, পান্থকুঞ্জ পার্কে একটি বটগাছের সঙ্গে লুঙ্গি দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলে আছে একজন। এই সংবাদ শুনে ঘটনাস্থল গিয়ে ঝুলন্ত অবস্থা থেকে যুবকটিকে নামিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায় পুলিশ। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত যুবক ভবঘুরে প্রকৃতির। ওই যুবকের পরিচয় এখনও জানা যায়নি। ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে তার নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।