Dhaka শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাটের জাত নিয়ে গবেষণা প্রয়োজন : বাণিজ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু বলেছেন, ধানের জাত নিয়ে গবেষণা হয়েছে। এতে বিভিন্ন জাত উদ্ভাবন হয়েছে। তেমনি পাটের জাত নিয়েও গবেষণা প্রয়োজন।

সোমবার (১৩ মে) দুপুরে বাংলাদেশ জুট মিল কর্পোরেশনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পাট নিয়ে স্বপ্ন দেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রধানমন্ত্রীও পাটজাত পণ্যের ব্যবহার নিয়ে ঘোষণা দিয়েছেন। অর্থনৈতিকভাবে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে পাটের গুরুত্ব আছে।

তিনি বলেন, পোষাক শিল্প এখন যে ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে। পার্ট ও লেদার একি ধরনের সুবিধা পাবে। প্রধানমন্ত্রীর নির্দেশ এটি এবং এই নির্দেশ বাস্তবায়ন করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

পাট রফতানি ও পাটজাত পণ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার লক্ষে ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে আহসানুল হক টিটু বলেন, পাটের উপর আমরা নিদিষ্ট কিছু নীতিমালা দেব, যেন পাটজাত পণ্য বা কাচা পাট রফতানিতে কোনো বাধা না থাকে। এছাড়া সড়ক পথে নয়, নৌ পথে পাট রফতানির বিষয়েও দেখা হবে, যেন দেশে বৈদেশিক মুদ্রা আসে এবং ভ্যাট ট্যাক্স আদায় হয়।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বিজেএমএ’র সভাপতি আবুল হোসেনসহ বিভিন্ন পাটকলের পরিচালকগণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পাটের জাত নিয়ে গবেষণা প্রয়োজন : বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৫:৩১:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু বলেছেন, ধানের জাত নিয়ে গবেষণা হয়েছে। এতে বিভিন্ন জাত উদ্ভাবন হয়েছে। তেমনি পাটের জাত নিয়েও গবেষণা প্রয়োজন।

সোমবার (১৩ মে) দুপুরে বাংলাদেশ জুট মিল কর্পোরেশনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পাট নিয়ে স্বপ্ন দেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রধানমন্ত্রীও পাটজাত পণ্যের ব্যবহার নিয়ে ঘোষণা দিয়েছেন। অর্থনৈতিকভাবে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে পাটের গুরুত্ব আছে।

তিনি বলেন, পোষাক শিল্প এখন যে ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে। পার্ট ও লেদার একি ধরনের সুবিধা পাবে। প্রধানমন্ত্রীর নির্দেশ এটি এবং এই নির্দেশ বাস্তবায়ন করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

পাট রফতানি ও পাটজাত পণ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার লক্ষে ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে আহসানুল হক টিটু বলেন, পাটের উপর আমরা নিদিষ্ট কিছু নীতিমালা দেব, যেন পাটজাত পণ্য বা কাচা পাট রফতানিতে কোনো বাধা না থাকে। এছাড়া সড়ক পথে নয়, নৌ পথে পাট রফতানির বিষয়েও দেখা হবে, যেন দেশে বৈদেশিক মুদ্রা আসে এবং ভ্যাট ট্যাক্স আদায় হয়।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বিজেএমএ’র সভাপতি আবুল হোসেনসহ বিভিন্ন পাটকলের পরিচালকগণ উপস্থিত ছিলেন।