Dhaka শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৩ ঘণ্টা পর লঞ্চ চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি : 

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৩ ঘণ্টা পর লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে অস্থায়ী ১ নম্বর ফেরি ঘাটের পাশে কড়ইতলা এলাকা থেকে লঞ্চ চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন লঞ্চ ঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী।

তিনি বলেন, গত মঙ্গলবার (৫ আগস্ট) পদ্মার তীব্র স্রোতে পাটুরিয়া লঞ্চ ঘাটের একটি জেটি ধসে পড়ে এবং অপর জেটি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। সে কারণে ২ নম্বর ফেরি ঘাট দিয়ে লঞ্চ চলাচল করছিল। গতকাল নদীর স্রোতের কারণে সেই ঘাটটির নিচের মাটি সরে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে যায়। সেজন্য দুর্ঘটনা এড়াতে শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে সাময়িক লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। পরবর্তীতে রাতের মধ্যেই আমরা পুণরায় ১ নম্বর ফেরি ঘাটের পাশে কড়ইতলা এলাকায় অস্থায়ী আরেকটি ঘাট তৈরি করি। এরপর আজ সকাল সাড়ে ৭টা থেকে নতুন ঘাট দিয়ে লঞ্চ চলাচল শুরু হয়।

তিনি আরো বলেন, আমাদের ৩৩টি লঞ্চ রয়েছে। তার মধ্য ২০টি লঞ্চ চলাচল করছে এই ঘাট দিয়ে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

স্বাধীনতা নিয়ে বক্তব্য দিয়ে জাতিকে আর বিভক্ত করা যাবে না : সালাহউদ্দিন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৩ ঘণ্টা পর লঞ্চ চলাচল স্বাভাবিক

প্রকাশের সময় : ১১:৫৬:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি : 

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৩ ঘণ্টা পর লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে অস্থায়ী ১ নম্বর ফেরি ঘাটের পাশে কড়ইতলা এলাকা থেকে লঞ্চ চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন লঞ্চ ঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী।

তিনি বলেন, গত মঙ্গলবার (৫ আগস্ট) পদ্মার তীব্র স্রোতে পাটুরিয়া লঞ্চ ঘাটের একটি জেটি ধসে পড়ে এবং অপর জেটি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। সে কারণে ২ নম্বর ফেরি ঘাট দিয়ে লঞ্চ চলাচল করছিল। গতকাল নদীর স্রোতের কারণে সেই ঘাটটির নিচের মাটি সরে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে যায়। সেজন্য দুর্ঘটনা এড়াতে শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে সাময়িক লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। পরবর্তীতে রাতের মধ্যেই আমরা পুণরায় ১ নম্বর ফেরি ঘাটের পাশে কড়ইতলা এলাকায় অস্থায়ী আরেকটি ঘাট তৈরি করি। এরপর আজ সকাল সাড়ে ৭টা থেকে নতুন ঘাট দিয়ে লঞ্চ চলাচল শুরু হয়।

তিনি আরো বলেন, আমাদের ৩৩টি লঞ্চ রয়েছে। তার মধ্য ২০টি লঞ্চ চলাচল করছে এই ঘাট দিয়ে।