Dhaka রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পাঞ্জাব বাদ পড়েছে আম্পায়ারের সেই ভুলেই

সংগৃহীত ছবি

রোববার চেন্নাই সুপার কিংসের কাছে ৯ উইকেটে হেরে বিদায় নেয়া পাঞ্জাবের সংগ্রহ ১২ পয়েন্ট। দিল্লি ক্যাপিটালসের কাছে নিজেদের প্রথম ম্যাচে না হারলে প্লে-অফের দৌড়ে ভালভাবেই থাকতো পাঞ্জাব।

নিজেদের প্রথম ম্যাচেই আম্পায়ারের ভুল সিদ্ধান্তে জয় হাতছাড়া হয় কিংস ইলেভেন পাঞ্জাবের। আম্পায়ার নিতিন মেননের সেই ভুলের খেসারত দিয়ে আইপিএলের ত্রয়োদশ আসর থেকে বিদায় ঘণ্টা বেজেছে তাদের।

আরও পড়ুন : নিষেধাজ্ঞার শেষ দিনে ভক্তদের উদ্দেশ্যে সাকিব

নতুন করে সেই বিষয়ে ক্ষোভ ঝাড়লেন পাঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল। তিনি বলেন, এটা অত্যন্ত হতাশাজনক। বেশ কিছু ম্যাচ আমাদের হাতের মুঠোয় ছিল। সেগুলোকে আমরা হাতের বাইরে বেরিয়ে যেতে দিয়েছি।

নিজেদের দোষ দেওয়া ছাড়া উপায় নেই। সেই শর্ট-রানের ম্যাচটাও কিছুটা দায়ী।

সুপার ওভারে গড়ানো সেই ম্যাচটি পাঞ্জাব জিততে পারত ১৯.৩ ওভারেই, যদি আম্পায়ার ভুল করে পাঞ্জাবের ১ রান কর্তন না করতেন। পাঞ্জাবের ইনিংসের ১৯তম ওভারে ‘শর্ট রান’ এর দোহাই দিয়ে এক রান কম গণনা করেন অন ফিল্ড আম্পায়ার নিতিন মেনন।

১৯তম ওভারের একটি ডেলিভারিতে আগারওয়াল ও ও ক্রিস জর্ডান দৌড়ে ২ রান নিলেও আম্পায়াররা ১ রান হিসেব করেন। স্কয়ার লেগ আম্পায়ার নিতিন মেনন ধরে নেন, জর্ডানের ব্যাট নির্ধারিত সীমানা স্পর্শ করেনি। কিন্তু টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা গেছে, নিয়ম মেনেই রান নিয়েছিলেন জর্ডান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পরে থাকতে হবে : তারেককে ইঙ্গিত করে পাটওয়ারী

পাঞ্জাব বাদ পড়েছে আম্পায়ারের সেই ভুলেই

প্রকাশের সময় : ০৭:০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০

রোববার চেন্নাই সুপার কিংসের কাছে ৯ উইকেটে হেরে বিদায় নেয়া পাঞ্জাবের সংগ্রহ ১২ পয়েন্ট। দিল্লি ক্যাপিটালসের কাছে নিজেদের প্রথম ম্যাচে না হারলে প্লে-অফের দৌড়ে ভালভাবেই থাকতো পাঞ্জাব।

নিজেদের প্রথম ম্যাচেই আম্পায়ারের ভুল সিদ্ধান্তে জয় হাতছাড়া হয় কিংস ইলেভেন পাঞ্জাবের। আম্পায়ার নিতিন মেননের সেই ভুলের খেসারত দিয়ে আইপিএলের ত্রয়োদশ আসর থেকে বিদায় ঘণ্টা বেজেছে তাদের।

আরও পড়ুন : নিষেধাজ্ঞার শেষ দিনে ভক্তদের উদ্দেশ্যে সাকিব

নতুন করে সেই বিষয়ে ক্ষোভ ঝাড়লেন পাঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল। তিনি বলেন, এটা অত্যন্ত হতাশাজনক। বেশ কিছু ম্যাচ আমাদের হাতের মুঠোয় ছিল। সেগুলোকে আমরা হাতের বাইরে বেরিয়ে যেতে দিয়েছি।

নিজেদের দোষ দেওয়া ছাড়া উপায় নেই। সেই শর্ট-রানের ম্যাচটাও কিছুটা দায়ী।

সুপার ওভারে গড়ানো সেই ম্যাচটি পাঞ্জাব জিততে পারত ১৯.৩ ওভারেই, যদি আম্পায়ার ভুল করে পাঞ্জাবের ১ রান কর্তন না করতেন। পাঞ্জাবের ইনিংসের ১৯তম ওভারে ‘শর্ট রান’ এর দোহাই দিয়ে এক রান কম গণনা করেন অন ফিল্ড আম্পায়ার নিতিন মেনন।

১৯তম ওভারের একটি ডেলিভারিতে আগারওয়াল ও ও ক্রিস জর্ডান দৌড়ে ২ রান নিলেও আম্পায়াররা ১ রান হিসেব করেন। স্কয়ার লেগ আম্পায়ার নিতিন মেনন ধরে নেন, জর্ডানের ব্যাট নির্ধারিত সীমানা স্পর্শ করেনি। কিন্তু টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা গেছে, নিয়ম মেনেই রান নিয়েছিলেন জর্ডান।