Dhaka বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পাঞ্জাবকে হারিয়ে দুইয়ে হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক : 

আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ কে হবে- সানরাইজার্স হায়দরাবাদ নাকি রাজস্থান রয়্যালস। গ্রুপ পর্বের শেষ দিনে রোমাঞ্চ বলতে এটুকুই।

কেননা প্লে-অফের চার দল আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। আজ পাঞ্জাব কিংসকে ৪ উইকেটে হারিয়ে প্রথম কোয়ালিফায়ার খেলার পথে নিজেদের কাজটা সেরে রাখল হায়দরাবাদ। এখন তারা তাকিয়ে আছে রাজস্থানের হারের দিকে।

বৃষ্টির কারণে এখনো সময়মতো শুরু হয়নি রাজস্থান-কলকাতা ম্যাচটি। এ ম্যাচে রাজস্থান জিতলেই হায়দরাবাদকে টপকে উঠে যাবে প্রথম কোয়ালিফায়ারে। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে তারা। সবকটি ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে হায়দরাবাদ।

রোববার (১৯ মে) রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৪ রান করে পাঞ্জাব। জবাব দিতে নেমে অভিষেক শর্মা ও হেনরিখ ক্লাসেনের ব্যাটে ভর করে ৬ উইকেট হারিয়ে ৫ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌছে যায় হায়দরাবাদ।

ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাবের অধিনায়ক জিতেশ শর্মা। পাঞ্জাব পাওয়ার প্লের ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৬১ রান তোলে। ঝড়ো হাফ-সেঞ্চুরি করেন প্রভসিমরন সিং। শেষ পর্যন্ত ৭টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪৫ বলে ৭১ রান করে সাজঘরে ফেরেন তিনি।

অথর্ব ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৪৬ রান করে আউট হন। রাইলি রুশো ৩টি চার ও ৪টি ছক্কায় ২৪ বলে ৪৯ রান করে মাঠ ছাড়েন। জিতেশ ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৫ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন।

হায়দরাবাদের হয়ে টি নটরাজন ৪ ওভারে ৩৩ রান খরচ করে ২টি উইকেট দখল করেন। প্যাট কামিন্স ৪ ওভারে ৩৬ রান খরচ করে ১টি উইকেট পান। এছাড়াও ১টি উইকেট নেন বিজয়কান্ত।

জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদ ইনিংসের প্রথম বলেই ট্র্যাভিস হেডের উইকেট হারিয়ে বসে। তবে প্রাথমিক ধাক্কা সামলে হায়দরাবাদকে শক্ত ভিতে বসিয়ে দেন অভিষেক শর্মা ও রাহুল ত্রিপাঠী।

অভিষেক মারকাটারি হাফ-সেঞ্চুরি করেন। ২১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করা অভিষেক শেষমেশ ৫টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৬৬ রান করে সাজঘরে ফেরেন। হেনরিখ ক্লাসেন ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৪২ রান করেন। তাতেই জয়ের বন্দরে পৌছে যায় হায়দরাবাদ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পাঞ্জাবকে হারিয়ে দুইয়ে হায়দরাবাদ

প্রকাশের সময় : ০৮:৫১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ কে হবে- সানরাইজার্স হায়দরাবাদ নাকি রাজস্থান রয়্যালস। গ্রুপ পর্বের শেষ দিনে রোমাঞ্চ বলতে এটুকুই।

কেননা প্লে-অফের চার দল আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। আজ পাঞ্জাব কিংসকে ৪ উইকেটে হারিয়ে প্রথম কোয়ালিফায়ার খেলার পথে নিজেদের কাজটা সেরে রাখল হায়দরাবাদ। এখন তারা তাকিয়ে আছে রাজস্থানের হারের দিকে।

বৃষ্টির কারণে এখনো সময়মতো শুরু হয়নি রাজস্থান-কলকাতা ম্যাচটি। এ ম্যাচে রাজস্থান জিতলেই হায়দরাবাদকে টপকে উঠে যাবে প্রথম কোয়ালিফায়ারে। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে তারা। সবকটি ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে হায়দরাবাদ।

রোববার (১৯ মে) রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৪ রান করে পাঞ্জাব। জবাব দিতে নেমে অভিষেক শর্মা ও হেনরিখ ক্লাসেনের ব্যাটে ভর করে ৬ উইকেট হারিয়ে ৫ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌছে যায় হায়দরাবাদ।

ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাবের অধিনায়ক জিতেশ শর্মা। পাঞ্জাব পাওয়ার প্লের ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৬১ রান তোলে। ঝড়ো হাফ-সেঞ্চুরি করেন প্রভসিমরন সিং। শেষ পর্যন্ত ৭টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪৫ বলে ৭১ রান করে সাজঘরে ফেরেন তিনি।

অথর্ব ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৪৬ রান করে আউট হন। রাইলি রুশো ৩টি চার ও ৪টি ছক্কায় ২৪ বলে ৪৯ রান করে মাঠ ছাড়েন। জিতেশ ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৫ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন।

হায়দরাবাদের হয়ে টি নটরাজন ৪ ওভারে ৩৩ রান খরচ করে ২টি উইকেট দখল করেন। প্যাট কামিন্স ৪ ওভারে ৩৬ রান খরচ করে ১টি উইকেট পান। এছাড়াও ১টি উইকেট নেন বিজয়কান্ত।

জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদ ইনিংসের প্রথম বলেই ট্র্যাভিস হেডের উইকেট হারিয়ে বসে। তবে প্রাথমিক ধাক্কা সামলে হায়দরাবাদকে শক্ত ভিতে বসিয়ে দেন অভিষেক শর্মা ও রাহুল ত্রিপাঠী।

অভিষেক মারকাটারি হাফ-সেঞ্চুরি করেন। ২১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করা অভিষেক শেষমেশ ৫টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৬৬ রান করে সাজঘরে ফেরেন। হেনরিখ ক্লাসেন ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৪২ রান করেন। তাতেই জয়ের বন্দরে পৌছে যায় হায়দরাবাদ।