স্পোর্টস ডেস্ক :
প্লে-অফে উঠার লড়াইয়ে টিকে থাকতে হলে জিততেই হতো। এমন বাঁচা-মরার ম্যাচে পাঞ্জাব কিংসকে বড় ব্যবধানে হারালো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর তাতে আসরের দ্বিতীয় দল হিসেবে লিগ পর্ব থেকে বিদায় নিশ্চিত হলো পাঞ্জাবের। আর টিকে রইলো বেঙ্গালুরুর স্বপ্ন।
এমন ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নায়ক হয়ে উঠলেন বিরাট কোহলি। তার বীরত্বে পাঞ্জাব কিংসকে ৬০ রানে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখলো বেঙ্গালুরু।
হিমাচল স্টেডিয়ামে আগে ব্যাট করে বিরাট কোহলির দুর্দান্ত ইনিংসে ভর করে ৭ উইকেটে ২৪১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ডু প্লেসির দল। জবাবে পাঞ্জাব সব উইকেট হারিয়ে ১৮১ রান করতে পারে। প্রথম ৮ ম্যাচে মাত্র ১ ম্যাচ জেতা বেঙ্গালুরু ৪ ম্যাচের সবকয়টিতেই জয়ের মুখ দেখলো। ১২ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে সাতে আছে তারা। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লড়াই থেকে ছিটকে গেছে পাঞ্জাব। এর আগে সমান পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে ছিটকে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স।
বিশাল লক্ষ্য তাড়ায় নেমে পাঞ্জাব লড়াইয়ে ততক্ষণ ছিল, যতক্ষণ ক্রিজে ছিলেন রাইলি রুশো। মাত্র ২৭ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৬১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন এই প্রোটিয়া ব্যাটার। তার আগে ও পরের দুই ব্যাটার জনি বেয়ারস্টো (১৬ বলে ২৭ রান) ও শশাঙ্ক সিং (১৯ বলে ৩৭ রান) চেষ্টা করেছেন তাকে সঙ্গ দেওয়ার। কিন্তু শেষ পর্যন্ত তা যথেষ্ট হয়নি। আর শেষদিকে অধিনায়ক স্যাম কারানের ১৬ বলে ২২ রানের ইনিংস শুধু হারের ব্যবধান কমাতে পারে।
বেঙ্গালুরুর মোহাম্মদ সিরাজ ৪৩ রানে ৩টি উইকেট নেন। ২৯ রানে ২টি উইকেট নেন লকি ফার্গুসন। ২৮ রানে ২টি উইকেট নেন স্বপ্নিল সিং। ৩৬ রান খরচ করে জোড়া উইকেট তুলে নেন করণ শর্মা।
এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই দুইবার জীবন পান বিরাট কোহলি। সেটাকে কাজে লাগিয়ে ৩২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। শেষমেশ ৭টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৯২ রান করে মাঠ ছাড়েন কোহলি। শূন্য রানে জীবন পেয়ে ধ্বংসাত্মক হাফ-সেঞ্চুরি করেন রজত পতিদার। তিনি ৩টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ২৩ বলে ৫৫ রান করে মাঠ ছাড়েন।
এছাড়াও ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৪৬ রান করেন ক্যামেরন গ্রিন। ৭ বলে ১৮ রানের কার্যকরী ইনিংস খেলেন দীনেশ কার্তিক। তিনি ১টি চার ও ২টি ছক্কা মারেন। ফ্যাফ ডু প্লেসি ৯, উইল জ্যাকস ১২ ও মহীপাল লোমরোর ০ রানে আউট হন। ১ রানে নট-আউট থাকেন স্বপ্নিল সিং।
পাঞ্জাবের হার্শাল প্যাটেল ৪ ওভারে ৩৮ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন। ৩৬ রানে ২টি উইকেট নেন বিদ্বথ কাভেরাপ্পা। ১টি করে উইকেট নেন আর্শদীপ সিং ও স্যাম কারান।