পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নবম শ্রেনীর এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত (ইভটিজিং) করার অপরাধে মো. জুবায়েত (২১) নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
শনিবার (১৭ মে) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্র্যাট মো. বিল্লাল হোসেন এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত জুবায়েতের বাড়ি উপজেলার চরটেকি গ্রামে। তার বাবার নাম এমদাদুল হক।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেনের কাছে জুবায়েতের বিরুদ্ধে ওই ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করার লিখিত অভিযোগ করেন ছাত্রীর অভিভাবক। অভিযোগ তদন্তে ঘটনার সত্যতা মেলায় অভিযুক্ত ওই জুবায়েতকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করেন আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্র্যাট মো. বিল্লাল হোসেন বলেন, তদন্তে লিখিত অভিযোগের সত্যতা স্বীকার করায় অভিযুক্ত জুবায়েতকে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় এক মাসের কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।