পাকুন্দিয়া(কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কারাগারে আওয়ামীলীগ নেতার অসুস্থতার খবর ছড়িয়ে অর্থ লোপাট, অভিযুক্ত যুবদল নেতা বিষয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাকিবুল আলম ছোটন।
মঙ্গলবার (৬জানুয়ারি) বিকেলে পাকুন্দিয়া প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মলনে যুবদল নেতা রাকিবুল আলম ছোটন জানান, সম্প্রতি একটি রাজনৈতিক মামলায় পুলিশ উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোতায়েম হোসেন স্বপনকে গ্রেফতার করে। বর্তমানে তিনি কিশোরগঞ্জ জেলা কারাগারে রয়েছেন। তিনি এবং আমি একই এলাকার বাসিন্দা। পাশাপাশি আমি ওই এলাকার একজন সাবেক ওয়ার্ড কাউন্সিলর।
তিনি বলেন, গত ৪ জানুয়ারি রাত ১০টার দিকে জেল সুপার পরিচয়ে একটি মুঠোফোন থেকে আমাকে ফোন দিয়ে জানানো হয়, মোতায়েম হোসেন স্বপন কারাগারে স্ট্রোক করেছেন। দ্রুত তার পরিবারকে বিষয়টি জানাতে। আমি সরল মনে তাৎক্ষনিক তার বাড়িতে ছুটে গিয়ে তাঁর স্ত্রী এবং ছেলে শিশিরকে বিষয়টি জানাই এবং ওই মুঠোফোন নাম্বারটি তাঁর ছেলের কাছে দিয়ে আসি। পরে জানতে পারি একটি প্রতারক চক্র মোতায়েম হোসেন স্বপনের পরিবারের কাছ থেকে চিকিৎসার কথা বলে অর্থ হাতিয়ে নিয়েছে।
রাকিবুল আলম ছোটন অভিযোগ করে জানান, ঘটনাটি সম্পূর্ণ উল্টোভাবে সাজিয়ে তার বিরুদ্ধে সাংবাদিকদের নিকট মিথ্যা তথ্য দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদ প্রচার করিয়েছে। মানবিক কারনে আমি তাঁর পরিবারের কাছে খবর পৌঁছে দিয়েছি। এ বিষয়ে আমি তাদের কাছ থেকে কোনো টাকা-পয়সা নেইনি। তা সত্ত্বেও আমাকে জড়িয়ে সংবাদ প্রচার করা হয়েছে, আমি নাকি চিকিৎসার কথা বলে তাদের কাছ থেকে টাকা নিয়েছি। যা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমাকে রাজনৈতিক ও সামজিকভাবে হেয় করার জন্য এটি একটি কু-চক্রী মহলের ষড়যন্ত্র। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক খুরশীদ আলম, আমির খসরু, নাজমুল হক ডালিম, পৌর শ্রমিকদলের সভাপতি হাদিউল ইসলাম, পৌর সেচ্ছাসেবকদলের আহবায়ক আবু হুরাইরা, সদস্য সচিব খালেকুজ্জামান রবিন, উপজেলা যুবদলের সদস্য রমজান আলী শামীম, চন্ডিপাশা ইউনিয়ন যুবদলের আহবায়ক মাজহারুল হক এংরাজ ও কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক নাজমুল হুদাসহ নেতাকর্মীরা।
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি 





















