পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির বিজয় মিছিলে স্ট্রোক করে মো. আল আমিন ভূঁইয়া (৪০) নামের এক নেতার মৃত্যু হয়েছে। এসময় অসুস্থ হয়েছেন বিএনপির আরো তিন কর্মী।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়া পৌর বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আল আমিন উপজেলা বিএনপির সদস্য ও বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদি গ্রামের রোকন উদ্দিন ভূঁইয়ার ছেলে। অসুস্থরা হলেন, উপজেলার তালদশী গ্রামের আব্দুল মান্নানের ছেলে আব্দুর রশিদ (৫১), সুখিয়া গ্রামের আলতাফ উদ্দীনের ছেলে মো. জসিম উদ্দিন (৫০) ও তারাকান্দি গ্রামের আব্দুল লতিফের ছেলে বোরহান উদ্দীন (৪৫)। অসুস্থরা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় বিএনপির কর্মসূচীর অংশ হিসেবে ‘৫ আগস্ট’ জুলাই গণঅভূত্থান দিবস উপলক্ষে বিজয় মিছিলের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠন। সকাল সাড়ে ১১টার দিকে আল আমিন তাঁর এলাকা থেকে একটি মিছিল নিয়ে পৌর বাজারের দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হন। এসময় হঠাৎ অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আল আমিনসহ ৪ জন বিএনপি কর্মী। উপস্থিত নেতাকর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষনা করেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। সম্ভবত তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। অসুস্থ অপর তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা বিএনপির আহবায়ক এড. মো. জালাল উদ্দীন বলেন, তার এমন মৃত্যুতে আমরা শোকাহত। আমরা তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এ ঘটনায় আজকের সকল কর্মসূচী স্থগিত করা হয়েছে।