স্পোর্টস ডেস্ক :
আরব আমিরাত ও পাকিস্তান সিরিজকে সামনে রেখে চলতি মাসের শুরুর দিকে দল ঘোষণা করেছিল বিসিবি। যে স্কোয়াডে রাখা হয়েছিল তরুণ গতি তারকা নাহিদ রানাকে। কিন্তু এই সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছেন তিনি।
বুধবার (২১ মে) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, পিএসএল থেকে ফেরার সময়কার অভিজ্ঞতার কারণেই পাকিস্তানে যেতে অনিচ্ছুক নাহিদ।
মিরপুরে এক সংবাদ সম্মেলনে নাজমুল আবেদীন বলেন, যে ধরনের ঘটনার মুখোমুখি হতে হয়েছে নাহিদ রানা ও রিশাদকে, তা যদি কাউকে ট্রমাটাইজ করে, তাহলে তাকে দোষ দেওয়ার সুযোগ নেই। সে কারণেই সম্ভবত ও নিজেকে সরিয়ে নিয়েছে। সম্প্রতি ভারত-পাকিস্তানের মধ্যে যে ঘটনা ঘটেছে, কিছুটা অস্থিরতা থাকতেই পারে, সেটিই হয়তো তার বিবেচনায় এসেছে। যেহেতু নাহিদ রানা আগেও ওখানে ছিল, স্বাভাবিকভাবেই অনেক কিছুর মুখোমুখি হতে হয়েছে। সেটিই হয়তো এই সিদ্ধান্ত নিতে তাকে প্রভাবিত করেছে।
নাহিদ না গেলেও, একই সফরে তার সঙ্গে থাকা রিশাদ হোসেন পাকিস্তানে যাচ্ছেন। রিশাদকে নিয়ে বলতে গিয়ে নাজমুল আবেদীন বলেন, রিশাদও শুরুতে দ্বিধায় ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। আমাদের প্রধান কোচ নিজে যাচ্ছেন সেটি হয়তো অন্যদেরও অনুপ্রাণিত করেছে অন্যভাবে চিন্তা করতে এবং দলের সঙ্গে যেতে।
খেলোয়াড়দের অনেকের মধ্যেই কিছুটা অস্বস্তি ছিল বলে জানিয়েছেন নাজমুল আবেদীন। মোস্তাফিজুর রহমান আইপিএল খেলতে ভারতে আছেন এবং সেখান থেকেই দলের সঙ্গে যোগ দেবেন।
বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট এবং স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ ন্যাথান কেলি পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নাজমুল আবেদীন বলেন, অন্য দুজন (কেলি ও প্যামেন্ট) এ ধরনের ঘটনার মুখোমুখি হতে চান না। তারা এই ধরনের পরিস্থিতি এড়িয়ে চলতে চায় — এটিই তাদের সিদ্ধান্তের পেছনে প্রধান কারণ।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৫ মে লাহোর যাবে বাংলাদেশ ক্রিকেট দল। ২৮ মে, ৩০ মে ও ১ জুন অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।
নাহিদের বদলি হিসেবে কাউকে দলে নেওয়া হবে না বলে জানিয়েছেন বিসিবির এই পরিচালক।