Dhaka শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তান থেকে সরে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিও!

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:২৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
  • ২৩৮ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

মহাদেশীয় ক্রিকেট টুর্নামেন্ট এশিয়া কাপ পাকিস্তানে অনুষ্ঠিত হবার কথা থাকলেও তাতে বাদ সেধেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। এদিকে বিসিসিআই রাজি না হওয়ায় নতুন করে হাইব্রিড মডেলের প্রস্তাব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে পিসিবি সভাপতি নাজম শেঠির প্রস্তাবিত হাইব্রিড মডেল মানতে পারেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ফলে আসন্ন এশিয়া কাপ পাকিস্তানের মাটিতে হওয়া নিয়ে রয়েছে শল্কা। এর মাঝে আরও দুঃসংবাদ বাবর-রিজওয়ানদের মাটি থেকে সরে যাচ্ছে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি।

ক্রিকেট পাকিস্তানের এক বিবৃতিতে জানায়, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে সরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে হতে পারে। পাকিস্তানে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি না হওয়ার আশঙ্কার কারণ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। যেখানে ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক স্বত্বা হারানোর গুঞ্জন শোনা যাচ্ছে। তাতে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তানের বদলে হতে পারে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। তাতে করে যুক্তরাষ্ট্র তাদের অবকাঠামোগত উন্নয়নে আরও এক বছর সময় পাবে।

এছাড়া ক্রীকেট পাকিস্তানের বিবৃতিতে বলা হয়, নিউজ ১৮কে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র বলেন, ‘যুক্তরাষ্ট্রের বর্তমান অবকাঠামোগত অবস্থা সন্তোষজনক নয়। যদি তারা কয়েক দিন পর শুরু হওয়া মেজর লিগ ক্রিকেট সফলভাবে আয়োজনও করে, টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো টুর্নামেন্ট আয়োজন করা আসলে ভিন্ন বলের খেলা। ভেন্যুই যদি প্রস্তুত না থাকে, তাহলে কোথায় ম্যাচ আয়োজন করবেন আপনি? সুদূর পশ্চিমের দেশে টুর্নামেন্ট আয়োজন করলে সম্প্রচারকদের আর্থিক লোকসান হয়। অন্যদিকে উপমহাদেশে তা আয়োজন করা লাভজনক।’

এদিকে গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জয় শাহের এশিয়ান ক্রিকেট কাউন্সিল এই প্রতিযোগিতা পাকিস্তান থেকে শ্রীলঙ্কাতে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর তাই শেষ পর্যন্ত এশিয়া কাপ থেকে সরে দাঁড়াচ্ছেন বাবর আজমের দল। এমনকি আরও জানায়, এশিয়া কাপ আয়োজন করতে না পারার জন্য, আগামী বিশ্বকাপ খেলতে নাকি ভারতের মাটিতে পা রাখবে না চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। যদিও এখনও অফিসিয়ালি কোনও সিদ্ধান্তের কথা প্রকাশ করা হয়নি।

আগামী জুলাইয়ে ডারবানে আইসিসির সভায় এই বিষয়ে আলোচনা হবে। আইসিসি সম্ভবত পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) এই পরিবর্তনের ব্যাপারে অনুরোধ জানাবে। সেক্ষেত্রে পাকিস্তানকে বড় অংকের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।

সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফি হয়েছে ২০১৭ সালে। লন্ডনের দ্য ওভালের সেই ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানে হারিয়েছে পাকিস্তান। প্রথমবার ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায় পাকিস্তান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পাকিস্তান থেকে সরে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিও!

প্রকাশের সময় : ০৮:২৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

মহাদেশীয় ক্রিকেট টুর্নামেন্ট এশিয়া কাপ পাকিস্তানে অনুষ্ঠিত হবার কথা থাকলেও তাতে বাদ সেধেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। এদিকে বিসিসিআই রাজি না হওয়ায় নতুন করে হাইব্রিড মডেলের প্রস্তাব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে পিসিবি সভাপতি নাজম শেঠির প্রস্তাবিত হাইব্রিড মডেল মানতে পারেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ফলে আসন্ন এশিয়া কাপ পাকিস্তানের মাটিতে হওয়া নিয়ে রয়েছে শল্কা। এর মাঝে আরও দুঃসংবাদ বাবর-রিজওয়ানদের মাটি থেকে সরে যাচ্ছে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি।

ক্রিকেট পাকিস্তানের এক বিবৃতিতে জানায়, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে সরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে হতে পারে। পাকিস্তানে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি না হওয়ার আশঙ্কার কারণ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। যেখানে ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক স্বত্বা হারানোর গুঞ্জন শোনা যাচ্ছে। তাতে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তানের বদলে হতে পারে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। তাতে করে যুক্তরাষ্ট্র তাদের অবকাঠামোগত উন্নয়নে আরও এক বছর সময় পাবে।

এছাড়া ক্রীকেট পাকিস্তানের বিবৃতিতে বলা হয়, নিউজ ১৮কে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র বলেন, ‘যুক্তরাষ্ট্রের বর্তমান অবকাঠামোগত অবস্থা সন্তোষজনক নয়। যদি তারা কয়েক দিন পর শুরু হওয়া মেজর লিগ ক্রিকেট সফলভাবে আয়োজনও করে, টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো টুর্নামেন্ট আয়োজন করা আসলে ভিন্ন বলের খেলা। ভেন্যুই যদি প্রস্তুত না থাকে, তাহলে কোথায় ম্যাচ আয়োজন করবেন আপনি? সুদূর পশ্চিমের দেশে টুর্নামেন্ট আয়োজন করলে সম্প্রচারকদের আর্থিক লোকসান হয়। অন্যদিকে উপমহাদেশে তা আয়োজন করা লাভজনক।’

এদিকে গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জয় শাহের এশিয়ান ক্রিকেট কাউন্সিল এই প্রতিযোগিতা পাকিস্তান থেকে শ্রীলঙ্কাতে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর তাই শেষ পর্যন্ত এশিয়া কাপ থেকে সরে দাঁড়াচ্ছেন বাবর আজমের দল। এমনকি আরও জানায়, এশিয়া কাপ আয়োজন করতে না পারার জন্য, আগামী বিশ্বকাপ খেলতে নাকি ভারতের মাটিতে পা রাখবে না চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। যদিও এখনও অফিসিয়ালি কোনও সিদ্ধান্তের কথা প্রকাশ করা হয়নি।

আগামী জুলাইয়ে ডারবানে আইসিসির সভায় এই বিষয়ে আলোচনা হবে। আইসিসি সম্ভবত পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) এই পরিবর্তনের ব্যাপারে অনুরোধ জানাবে। সেক্ষেত্রে পাকিস্তানকে বড় অংকের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।

সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফি হয়েছে ২০১৭ সালে। লন্ডনের দ্য ওভালের সেই ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানে হারিয়েছে পাকিস্তান। প্রথমবার ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায় পাকিস্তান।