Dhaka মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক : 

পাকিস্তানের পিন্ডি ভাট্টিয়ানে এক যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এ ছাড়া এতে আহত হয়েছে আরও ১৫ জন যাত্রী।

রোববার (২০ আগস্ট) সকালে ভাট্টিয়ানের কাছে ফয়সালাবাদ মটরওয়েতে এ ঘটনা ঘটেছে। পুলিশের বরাত দিয়ে খবর জিও টিভির।

দেশটির পুলিশ জানিয়েছে, বাসটিতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিলেন। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, যাত্রীবাহী বাসটি করাচি থেকে ইসলামাবাদ যাচ্ছিল। দুই বাসের চালকই নিহত হয়েছেন।

জেলা পুলিশ কর্মকর্তা ডক্টর ফাহাদ বলেছেন, দুই বাসের সংঘর্ষের কিছুক্ষণ পরেই বাসে আগুন ধরে। আহতদের বেশিরভাগই আশঙ্কাজনক অবস্থায়।

তিনি আরও বলেছেন, ডিজেলের ড্রামবাহী এক পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় যাত্রীবাহী বাসটির। এরপরেই তাতে আগুন ধরে যায়। বাসের জানালা ভেঙ্গে অনেক যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

আহতদের দ্রুত পিন্ডি ভাট্টিয়ান হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থা প্রায় আশঙ্কাজনক।

পিন্ডি ভাটিয়ান পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘দুর্ঘটনার পরেই বাসযাত্রীদের উদ্ধারে এগিয়ে এসেছিলেন স্থানীয় লোকজন।

যদি তারা না আসতেন, সম্ভবত কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হতো না।’ বাসের জানালা ভেঙে অনেক যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

এর আগে গত জুনে দেশটিতে আরেক বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছিল ২৪ জন। হতাহতদের মধ্যে নারী ও শিশু ছিল।

আবহাওয়া

হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই

পাকিস্তানে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে নিহত ১৬

প্রকাশের সময় : ১২:৫০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

পাকিস্তানের পিন্ডি ভাট্টিয়ানে এক যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এ ছাড়া এতে আহত হয়েছে আরও ১৫ জন যাত্রী।

রোববার (২০ আগস্ট) সকালে ভাট্টিয়ানের কাছে ফয়সালাবাদ মটরওয়েতে এ ঘটনা ঘটেছে। পুলিশের বরাত দিয়ে খবর জিও টিভির।

দেশটির পুলিশ জানিয়েছে, বাসটিতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিলেন। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, যাত্রীবাহী বাসটি করাচি থেকে ইসলামাবাদ যাচ্ছিল। দুই বাসের চালকই নিহত হয়েছেন।

জেলা পুলিশ কর্মকর্তা ডক্টর ফাহাদ বলেছেন, দুই বাসের সংঘর্ষের কিছুক্ষণ পরেই বাসে আগুন ধরে। আহতদের বেশিরভাগই আশঙ্কাজনক অবস্থায়।

তিনি আরও বলেছেন, ডিজেলের ড্রামবাহী এক পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় যাত্রীবাহী বাসটির। এরপরেই তাতে আগুন ধরে যায়। বাসের জানালা ভেঙ্গে অনেক যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

আহতদের দ্রুত পিন্ডি ভাট্টিয়ান হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থা প্রায় আশঙ্কাজনক।

পিন্ডি ভাটিয়ান পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘দুর্ঘটনার পরেই বাসযাত্রীদের উদ্ধারে এগিয়ে এসেছিলেন স্থানীয় লোকজন।

যদি তারা না আসতেন, সম্ভবত কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হতো না।’ বাসের জানালা ভেঙে অনেক যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

এর আগে গত জুনে দেশটিতে আরেক বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছিল ২৪ জন। হতাহতদের মধ্যে নারী ও শিশু ছিল।