Dhaka মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের বেলুচিস্তানে বাসের ৭ যাত্রীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : 

পাকিস্তানের বেলুচিস্তানের বারখান জেলার রাখানি এলাকায় নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। অজ্ঞাত বন্দুকধারীরা একটি যাত্রীবাহী বাস থেকে সাত যাত্রীকে নামিয়ে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) গভীর রাতে পাকিস্তানের বেলুচিস্তানের বারখান জেলার রাখানি এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

দেশটির সরকারি কর্মকর্তারা সংবাদমাধ্যম দ্য ডনকে জানিয়েছেন, প্রায় ৪০ জন সশস্ত্র হামলাকারীর একটি দল বারখান-ডেরা গাজী খান মহাসড়কে বেশ কয়েকটি বাস ও অন্যান্য যানবাহন থামায়।

বারখান জেলার ডেপুটি কমিশনার ওয়াকার খুরশিদ আলম বলেন, ‘বন্দুকধারীরা একটি দূরপাল্লার বাস থেকে সাত যাত্রীকে নামিয়ে তাদের পরিচয় নিশ্চিত করেন, এরপর প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যা করে।’ তিনি আরও জানান, হত্যাকাণ্ডের শিকার সাতজনই পাঞ্জাবের বাসিন্দা ছিলেন এবং তারা লাহোরের উদ্দেশে রওনা দিয়েছিলেন।

বন্দুকধারীরা তাদের বাস থেকে নামিয়ে সরাসরি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। হামলার পর আততায়ীরা দ্রুত পালিয়ে যায়। পরে নিহতদের মরদেহ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বারখানের ডেপুটি কমিশনার আরও জানান, ঘটনার পরপরই ফ্রন্টিয়ার কর্পস (এফসি) এবং লেভিস বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শিগগিরই শরিয়াভিত্তিক ঋণ প্রদান কার্যক্রম চালু হবে : উপদেষ্টা আসিফ নজরুল

পাকিস্তানের বেলুচিস্তানে বাসের ৭ যাত্রীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

প্রকাশের সময় : ০৪:৩৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক : 

পাকিস্তানের বেলুচিস্তানের বারখান জেলার রাখানি এলাকায় নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। অজ্ঞাত বন্দুকধারীরা একটি যাত্রীবাহী বাস থেকে সাত যাত্রীকে নামিয়ে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) গভীর রাতে পাকিস্তানের বেলুচিস্তানের বারখান জেলার রাখানি এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

দেশটির সরকারি কর্মকর্তারা সংবাদমাধ্যম দ্য ডনকে জানিয়েছেন, প্রায় ৪০ জন সশস্ত্র হামলাকারীর একটি দল বারখান-ডেরা গাজী খান মহাসড়কে বেশ কয়েকটি বাস ও অন্যান্য যানবাহন থামায়।

বারখান জেলার ডেপুটি কমিশনার ওয়াকার খুরশিদ আলম বলেন, ‘বন্দুকধারীরা একটি দূরপাল্লার বাস থেকে সাত যাত্রীকে নামিয়ে তাদের পরিচয় নিশ্চিত করেন, এরপর প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যা করে।’ তিনি আরও জানান, হত্যাকাণ্ডের শিকার সাতজনই পাঞ্জাবের বাসিন্দা ছিলেন এবং তারা লাহোরের উদ্দেশে রওনা দিয়েছিলেন।

বন্দুকধারীরা তাদের বাস থেকে নামিয়ে সরাসরি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। হামলার পর আততায়ীরা দ্রুত পালিয়ে যায়। পরে নিহতদের মরদেহ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বারখানের ডেপুটি কমিশনার আরও জানান, ঘটনার পরপরই ফ্রন্টিয়ার কর্পস (এফসি) এবং লেভিস বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে।