Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানি অভিনেত্রী নওশীন মারা গেছেন

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
  • ২০৪ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ক্যানসারে মারা গেছেন পাকিস্তানের এক সময়ের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী নওশীন মাসুদ। তিনি একাধারে লেখক, প্রযোজক এবং উপস্থাপক হিসেবেও সাড়া ফেলেছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পাকিস্তানের শোবিজ অঙ্গনে।

বুধবার (৬ ডিসেম্বর) সকালে তাঁর মৃত্যু হয়। এই অভিনেত্রীর বয়স হয়েছিল ৪২ বছর। তাঁর মৃত্যুর তথ্য গণমাধ্যমে জানিয়েছেন সহ-অভিনেতা আদনান সিদ্দিকী।

জি-নিউজ নেটওয়ার্ক নামের একটি অনলাই নিউজ পোর্টাল থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন এ অভিনেত্রী। অবশেষে ক্যানসারের কাছে গেরে গেলেন পাকিস্তানের সত্যিকারের এ আইকন। বহুমুখী প্রতিভাধর এ অভিনেত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের তারকারা।

নওশীন মাসুদের সাবেক স্বামী তারিক কুরাইশি ফেসবুক পোস্টে তার মৃত্যুর দুঃখজনক খবর শেয়ার করেছেন এবং লিখেছেন, আমার সাবেক স্ত্রী নওশীন মাসুদ ক্যানসারের সঙ্গে দীর্ঘ এবং কঠিন লড়াইয়ের পরে মারা গেছেন। তিনি তার পুত্রদের জন্য চমৎকার স্মৃতি রেখে শান্তিতে বিশ্রাম নিন।

অভিনেতা আদনান সিদ্দিকী এক্স (টুইটার) মাধ্যমে লিখেছেন, বিদায় আমাদের প্রিয় নওশীন মাসুদ। প্রিয় বন্ধু, ভালো মনের মানুষ। তাঁর সঙ্গে কাটানো ক্যামেরা ও ক্যামেরার বাইরে প্রতিটা মুহূর্ত ছিল জাদুর মতো। তাঁর স্বতঃস্ফূর্ততা ও স্টাইলের কথা আলাদা করে বলতে হয়। তোমার সঙ্গে পর্দা ভাগাভাগির স্মৃতিগুলোর জন্য কৃতজ্ঞতা। শান্তিতে বিশ্রাম নিন, নওশীন’।

নওশীন মাসুদ অসংখ্য জনপ্রিয় পাকিস্তানি নাটকে অভিনয় করেছেন। এসব নাটকের মধ্যে রয়েছে ‘জাল’, ‘কলোনি ৫২’, ‘গের তো আখির আপনা হ্যায়’ এবং ‘ডলি কি আয়েগি বারাত’। এ সব নাটকই ছিল অসাধারণ হিট, এরপরেই নওশীন খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে ওঠে। পাকিস্তানি অভিনেত্রী ‘আন্দাজ আপনা আপনা’সহ জনপ্রিয় অনেক শো উপস্থাপনা করেছেন।

শাহজাদ রাই, জুনায়েদ জামশেদ, আমির জাকি, জাওয়াদ আহমেদ এবং মিউজিক ব্যান্ড জুনুনসহ জনপ্রিয় পাকিস্তানি গায়কদের একাধিক মিউজিক ভিডিও পরিচালনাও করেছেন নওশীন।

২০০০ সাল-পরবর্তী ক্যারিয়ার শুরু করলেও তিনি আলোচনায় আসেন ২০১০ সালে। ‘ডলি কি আয়েগি ভারত’ সিরিয়ালে শক্তিশালী নারী চরিত্রে অভিনয় করেছেন। তাঁর চরিত্রের নাম ছিল সাবা। পরে তাঁকে আলোচনায় আনে ‘জাল’, ‘ঘর তো আখির আপনা হায়’, ‘কলোনি ১৯৫২’সহ আরও বেশ কিছু ধারাবাহিক। শুধু অভিনেত্রী হিসেবে নয়, তিনি লেখক ও প্রযোজক হিসেবেও পরিচিত।

নওশীন ‘আনদাজ আপনা আপনা’সহ একাধিক অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তাঁকে মিউজিক ভিডিও বানাতে দেখা গেছে। অভিনয়ের বাইরে ভক্তদের সঙ্গে ইনস্টাগ্রামে পেইন্টিং ভাগাভাগি করেও পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছিলেন নওশীন মাসুদ।

নওশীনের জন্ম ১৯৮১ সালে পাকিস্তানের করাচিতে। সেখানেই তিনি বেড়ে উঠেছেন। ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনের ওপর পড়াশোনা করে নাম লেখান অভিনয়ে। তিনি তারিক কোরায়েশিকে বিয়ে করেছিলেন। পরে তাঁদের ডিভোর্স হয়। তাঁর দুই ছেলে রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আপস করলে খালেদা জিয়া অনেক আগেই ক্ষমতায় বসতে পারতেন : সেলিমা রহমান

পাকিস্তানি অভিনেত্রী নওশীন মারা গেছেন

প্রকাশের সময় : ০৯:০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক : 

ক্যানসারে মারা গেছেন পাকিস্তানের এক সময়ের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী নওশীন মাসুদ। তিনি একাধারে লেখক, প্রযোজক এবং উপস্থাপক হিসেবেও সাড়া ফেলেছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পাকিস্তানের শোবিজ অঙ্গনে।

বুধবার (৬ ডিসেম্বর) সকালে তাঁর মৃত্যু হয়। এই অভিনেত্রীর বয়স হয়েছিল ৪২ বছর। তাঁর মৃত্যুর তথ্য গণমাধ্যমে জানিয়েছেন সহ-অভিনেতা আদনান সিদ্দিকী।

জি-নিউজ নেটওয়ার্ক নামের একটি অনলাই নিউজ পোর্টাল থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন এ অভিনেত্রী। অবশেষে ক্যানসারের কাছে গেরে গেলেন পাকিস্তানের সত্যিকারের এ আইকন। বহুমুখী প্রতিভাধর এ অভিনেত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের তারকারা।

নওশীন মাসুদের সাবেক স্বামী তারিক কুরাইশি ফেসবুক পোস্টে তার মৃত্যুর দুঃখজনক খবর শেয়ার করেছেন এবং লিখেছেন, আমার সাবেক স্ত্রী নওশীন মাসুদ ক্যানসারের সঙ্গে দীর্ঘ এবং কঠিন লড়াইয়ের পরে মারা গেছেন। তিনি তার পুত্রদের জন্য চমৎকার স্মৃতি রেখে শান্তিতে বিশ্রাম নিন।

অভিনেতা আদনান সিদ্দিকী এক্স (টুইটার) মাধ্যমে লিখেছেন, বিদায় আমাদের প্রিয় নওশীন মাসুদ। প্রিয় বন্ধু, ভালো মনের মানুষ। তাঁর সঙ্গে কাটানো ক্যামেরা ও ক্যামেরার বাইরে প্রতিটা মুহূর্ত ছিল জাদুর মতো। তাঁর স্বতঃস্ফূর্ততা ও স্টাইলের কথা আলাদা করে বলতে হয়। তোমার সঙ্গে পর্দা ভাগাভাগির স্মৃতিগুলোর জন্য কৃতজ্ঞতা। শান্তিতে বিশ্রাম নিন, নওশীন’।

নওশীন মাসুদ অসংখ্য জনপ্রিয় পাকিস্তানি নাটকে অভিনয় করেছেন। এসব নাটকের মধ্যে রয়েছে ‘জাল’, ‘কলোনি ৫২’, ‘গের তো আখির আপনা হ্যায়’ এবং ‘ডলি কি আয়েগি বারাত’। এ সব নাটকই ছিল অসাধারণ হিট, এরপরেই নওশীন খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে ওঠে। পাকিস্তানি অভিনেত্রী ‘আন্দাজ আপনা আপনা’সহ জনপ্রিয় অনেক শো উপস্থাপনা করেছেন।

শাহজাদ রাই, জুনায়েদ জামশেদ, আমির জাকি, জাওয়াদ আহমেদ এবং মিউজিক ব্যান্ড জুনুনসহ জনপ্রিয় পাকিস্তানি গায়কদের একাধিক মিউজিক ভিডিও পরিচালনাও করেছেন নওশীন।

২০০০ সাল-পরবর্তী ক্যারিয়ার শুরু করলেও তিনি আলোচনায় আসেন ২০১০ সালে। ‘ডলি কি আয়েগি ভারত’ সিরিয়ালে শক্তিশালী নারী চরিত্রে অভিনয় করেছেন। তাঁর চরিত্রের নাম ছিল সাবা। পরে তাঁকে আলোচনায় আনে ‘জাল’, ‘ঘর তো আখির আপনা হায়’, ‘কলোনি ১৯৫২’সহ আরও বেশ কিছু ধারাবাহিক। শুধু অভিনেত্রী হিসেবে নয়, তিনি লেখক ও প্রযোজক হিসেবেও পরিচিত।

নওশীন ‘আনদাজ আপনা আপনা’সহ একাধিক অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তাঁকে মিউজিক ভিডিও বানাতে দেখা গেছে। অভিনয়ের বাইরে ভক্তদের সঙ্গে ইনস্টাগ্রামে পেইন্টিং ভাগাভাগি করেও পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছিলেন নওশীন মাসুদ।

নওশীনের জন্ম ১৯৮১ সালে পাকিস্তানের করাচিতে। সেখানেই তিনি বেড়ে উঠেছেন। ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনের ওপর পড়াশোনা করে নাম লেখান অভিনয়ে। তিনি তারিক কোরায়েশিকে বিয়ে করেছিলেন। পরে তাঁদের ডিভোর্স হয়। তাঁর দুই ছেলে রয়েছে।