স্পোর্টস ডেস্ক :
হংকংয়ে অনুষ্ঠিত হংকং সুপার সিক্সের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে শ্রীলঙ্কা। সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে শ্রীলঙ্কা আর অস্ট্রেলিয়াকে হারিয়ে পাকিস্তান। শিরোপা নির্ধারণী ম্যাচে শেষ হাসি হাসলো লঙ্কানরা।
রোববার (৩ নভেম্বর) টস হেরে আগে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ৫ ওভার ২ বলে ৭২ রানের বেশি তুলতে পারেনি পাকিস্তান। জবাবে খেলতে নেমে ৩ উইকেট হারিয়ে ৬ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কান অধিনায়ক লিহুরু মধুসাঙ্কা। এই সিদ্ধান্তে সফলতাও পায় লঙ্কানরা। পাকিস্তানকে অল্প রানে আটকে রাখতে পারে শ্রীলঙ্কার বোলাররা। মোহাম্মদ আখলাকের ২০ বলে ৪৮ রানের পরও খুব বেশি দূর আগাতে পারেনি পাকিস্তান।
ইনিংসের শেষ ওভারে মধুশঙ্কার বলে ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফিরেন আখলাক। পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর আসে অধিনায়ক ফাহিম আশরাফের ব্যাট থেকে। চার বলে ১৩ রান করেন আশরাফ।স
দুর্দান্ত বোলিং করে শ্রীলঙ্কার লক্ষ্মাণ এবং থারিন্দু রথনায়েক দুটি করে উইকেট নেন। নিমেশ বিমুক্তি ও লিহুরু মধুশঙ্কা নেন একটি করে উইকেট।
ফাইনালসেরা হয়েছেন ধনাঞ্জয়া লক্ষ্মণ। এক ওভার বোলিং করে ৬ রানে ২ উইকেট নিয়েছেন। টুর্নামেন্টসেরাও হয়েছেন আরেক লঙ্কান। থারিন্দু রত্নায়েকে সিরিজে ৫ ম্যাচে পেয়েছেন ৮ উইকেট। তিনিই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী। হংকং ক্রিকেট সিক্সেসে এটা লঙ্কানদের দ্বিতীয় শিরোপা। তাদের প্রথম শিরোপা এসেছিল ২০০৭ সালে। পাঁচবারের চ্যাম্পিয়ন পাকিস্তান এই নিয়ে ষষ্ঠবারের মতো হয়েছে রানার্সআপ।
আজ দুটি সেমিফাইনাল, ফাইনাল তিনটি ম্যাচই হয়েছে। সকালেই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছিল পাকিস্তান। দ্বিতীয় সেমিফাইনালে মোহাম্মদ সাইফউদ্দিন-জিসান আলমদের নিয়ে গড়া বাংলাদেশকে ৩ উইকেটে হারায় শ্রীলঙ্কা। এর আগে গ্রুপপর্বের ম্যাচেও বাংলাদেশকে ১৮ রানে হারিয়েছিল লঙ্কানরা।
এই টুর্নামেন্টে সর্বোচ্চ পাঁচবার করে চ্যাম্পিয়ন পাকিস্তান, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার দুবারের পাশাপাশি একবার করে চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া ও ভারত।