Dhaka শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পাইরেসির কবলে শাকিবের ‘তাণ্ডব’!

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • ২৪১ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের সিনেমা ‘তাণ্ডব’। সগৌরবে চলছে দেশের সিনেমা হলগুলোতে। এর মাঝেই দুঃসংবাদ- পাইরেসির কবলে শাকিব-রাফীর সিনেমাটি। প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তাণ্ডব’র ছোট ছোট ক্লিপ ছড়িয়ে পড়ে। শুরুতে অনেকেই এটিকে প্রচারের অংশ ভাবলেও পরে পুরো সিনেমাই অনলাইনে ফাঁস হয়ে যায়- যা নির্মাতা ও প্রযোজকের জন্য বড় ধরনের ব্যবসায়ীক ধাক্কা।

‘তাণ্ডব’র প্রযোজক শাহরিয়ার শাকিল আগেই পাইরেসির বিষয়ে সতর্কতাবার্তা দিয়েছিলেন। গত ৮ জুন সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাইরেসি রোধে আমরা কোনো ছাড় দেব না। কেউ হলে বসে ভিডিও করলে বা তা ছড়ালে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের টিম সোশ্যাল মিডিয়া ও হলগুলো মনিটর করছে।

হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, যেসব সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি চলেছে, সেগুলো নজরদারি রয়েছে। পাইরেসি প্রমাণিত হলে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষকেও জবাবদিহি করতে হবে।

পাইরেসির ঘটনায় হতাশা প্রকাশ করে শাকিব খান বলেন, এই ধরনের কাজ দর্শকের আগ্রহ ও প্রযোজকদের সাহস নষ্ট করে দেয়। সিনেমা বানানো একটি কঠিন কাজ, এর এমন পরিণতি খুবই দুঃখজনক।

এর আগে, ঈদুল ফিতরে মুক্তি পাওয়া শাকিব খানের ‘বরবাদ’ও পাইরেসির কবলে পড়েছিল। সেসময় এর প্রযোজক শাহরিন আক্তার দাবি করেন- পাইরেসির কারণে তাদের প্রায় ৪ কোটি টাকা ক্ষতি হয়েছে। সেই অভিজ্ঞতার রেশ কাটতে না কাটতেই আবারও একই ধরনের ঘটনা ঘটল।

উল্লেখ্য, রায়হান রাফী পরিচালনায় ‘তাণ্ডব’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। এছাড়াও আছেন জয়া আহসান, আফজাল হোসেন, শহিদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েতসহ অনেকেই।

সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড, চরকি এবং দীপ্ত টিভি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল, ইমাম-মুয়াজ্জিনসহ আটক ৩

পাইরেসির কবলে শাকিবের ‘তাণ্ডব’!

প্রকাশের সময় : ১২:০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

বিনোদন ডেস্ক : 

ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের সিনেমা ‘তাণ্ডব’। সগৌরবে চলছে দেশের সিনেমা হলগুলোতে। এর মাঝেই দুঃসংবাদ- পাইরেসির কবলে শাকিব-রাফীর সিনেমাটি। প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তাণ্ডব’র ছোট ছোট ক্লিপ ছড়িয়ে পড়ে। শুরুতে অনেকেই এটিকে প্রচারের অংশ ভাবলেও পরে পুরো সিনেমাই অনলাইনে ফাঁস হয়ে যায়- যা নির্মাতা ও প্রযোজকের জন্য বড় ধরনের ব্যবসায়ীক ধাক্কা।

‘তাণ্ডব’র প্রযোজক শাহরিয়ার শাকিল আগেই পাইরেসির বিষয়ে সতর্কতাবার্তা দিয়েছিলেন। গত ৮ জুন সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাইরেসি রোধে আমরা কোনো ছাড় দেব না। কেউ হলে বসে ভিডিও করলে বা তা ছড়ালে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের টিম সোশ্যাল মিডিয়া ও হলগুলো মনিটর করছে।

হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, যেসব সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি চলেছে, সেগুলো নজরদারি রয়েছে। পাইরেসি প্রমাণিত হলে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষকেও জবাবদিহি করতে হবে।

পাইরেসির ঘটনায় হতাশা প্রকাশ করে শাকিব খান বলেন, এই ধরনের কাজ দর্শকের আগ্রহ ও প্রযোজকদের সাহস নষ্ট করে দেয়। সিনেমা বানানো একটি কঠিন কাজ, এর এমন পরিণতি খুবই দুঃখজনক।

এর আগে, ঈদুল ফিতরে মুক্তি পাওয়া শাকিব খানের ‘বরবাদ’ও পাইরেসির কবলে পড়েছিল। সেসময় এর প্রযোজক শাহরিন আক্তার দাবি করেন- পাইরেসির কারণে তাদের প্রায় ৪ কোটি টাকা ক্ষতি হয়েছে। সেই অভিজ্ঞতার রেশ কাটতে না কাটতেই আবারও একই ধরনের ঘটনা ঘটল।

উল্লেখ্য, রায়হান রাফী পরিচালনায় ‘তাণ্ডব’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। এছাড়াও আছেন জয়া আহসান, আফজাল হোসেন, শহিদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েতসহ অনেকেই।

সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড, চরকি এবং দীপ্ত টিভি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত রয়েছে।