নিজস্ব প্রতিবেদক :
রাজবাড়ীর পাংশায় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রাজ্জাক মুন্সি (৫০) নামে এক ডেকোরেটর ব্যবসায়ীর নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সোয়া সকাল ৯টার দিকে পাংশার কুড়াপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
তিনি পাংশা উপজেলার কুড়াপাড়া এলাকার আব্দুল হাইয়ের ছেলে।
রাজ্জাক পাংশা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের কুড়াপাড়ার বাসিন্দা আব্দুল হাইয়ের ছেলে ও একই ওয়ার্ডের সাবেক কমিশনার আব্দুল আলিমের বড় ভাই।
রেলওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা জানান, ডেকোরেটর ব্যবসায়ী রাজ্জাক মোটরসাইকেল নিয়ে কুড়াপাড়া রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। এসময় তার মোটরসাইকেলটিও দুমড়ে-মুচড়ে যায়। এই রেলক্রসিংটি উন্মুক্ত, কোনো ব্যারিকেড ছিলে না।
রাজবাড়ী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছেন।