রাজবাড়ী জেলা প্রতিনিধি :
রাজবাড়ীর পাংশার মৌরাটে বাবার লাঠির আঘাতে পাখিলা আক্তার পাখি (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই তরুণীর বাবা কালাম মিয়া ওরফে কালুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
নিহত পাখি উপজেলার মৌরাট ইউনিয়নের তেলিগাতী গ্রামের কালাম মিয়া ওরফে কালুর মেয়ে। সে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।
থানা পুলিশ জানায়, গতকাল রাতে পারিবারিক কলোহের জেরে পাখিকে বকা দেন তার বাবা কালু। এতে সে বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছিল। সেসময় তার বাবা কিছু একটা দিয়ে পেছন থেকে আঘাত করলে মাটিতে পড়ে যায় পাখি। পরে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার ঘাড়ের পেছনের দিকে আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, পাখি গতবার এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়। প্রেমঘঠিত কারণে গতকাল তাকে মারধর করেন তার বাবা। পরে রাতে হাসপাতালে মারা গেছে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, মেয়েকে শাসন করতে গিয়ে একটু বেশিই আঘাত করে ফেলেন কালাম মিয়া। নিহত পাখিলার শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন দেখা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বাবা কালামকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের পরিবারের অন্য কোনো সদস্য মামলা দায়ের করলে কালামকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।