Dhaka রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পহেলা বৈশাখ ও ঈদে নিরাপত্তা হুমকি নেই : আইজিপি

নিজস্ব প্রতিবেদক : 

পহেলা বৈশাখ ও ঈদ ঘিরে নিরাপত্তার কোনো হুমকি নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

সোমবার (১০ এপ্রিল) দুপুরে ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ঈদের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষ সাংবাদিকদের একথা জানান তিনি।

তিনি বলেন, আসন্ন ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে জনগণের নিরাপত্তায় পুলিশের সব ইউনিট একযোগে কাজ করছে। দেশের প্রতিটি মার্কেট, বিপণি বিতান, মসজিদ, ঈদগাহ মাঠ এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন স্তরে নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে। এছাড়া সহজে মার্কেটে চলাচলের জন্য সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, পহেলা বৈশাখে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। ইফতার, সেহরি ও তারাবির নামাজের সময় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, র‌্যাব, এপিবিএন ও গোয়েন্দা সংস্থাসহ একযোগে পুলিশের সব ইউনিট কাজ করছে।

ঈদের ছুটির সময় চুরি-ছিনতাই প্রতিরোধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে-এমন প্রশ্নে জবাবে পুলিশ প্রধান বলেন, ছিনতাই রোধে পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ কাজ করছে। ডিবির (গোয়েন্দা পুলিশ) বিশেষ অভিযান চলমান রয়েছে। ঢাকা মহানগরীর পুলিশও কাজ করে যাচ্ছে।

মোটা অঙ্কের টাকা লেনদেনে পুলিশের ভূমিকা সম্পর্কে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, টাকা-পয়সা লেনদেনে যদি কেউ পুলিশের সহয়তা চায় আমরা সার্বক্ষণিক সহয়তা করতে প্রস্তুত। যে কোনও আর্থিক প্রতিষ্ঠানকে সহয়তা করা হবে।

ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, ডিএমপি কমিশনার পর্যন্ত রাস্তায় দায়িত্ব পালন করা ফোর্সদের সঙ্গে ইফতার করেন। অতিরিক্ত কমিশনাররাও যানজট কমাতে ইফতারের আগ পর্যন্ত রাস্তাতেই দায়িত্ব পালন করেন। তবে বাস্তব কিছু সমস্যার কারণে আমাদের আন্তরিকতা ও সদিচ্ছা থাকা সত্ত্বেও জনগণের প্রত্যাশিত মাত্রায় সেবা হয়তো আমরা দিতে পারি না।

পরিদর্শনকালে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, বসুন্ধরা শপিং মল ও ঢাকা নিউ মার্কেট দোকান-মালিক সমিতির সভাপতিসহ অন্যান্য প্রতিনিধি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পহেলা বৈশাখ ও ঈদে নিরাপত্তা হুমকি নেই : আইজিপি

প্রকাশের সময় : ০৭:২৭:০০ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

পহেলা বৈশাখ ও ঈদ ঘিরে নিরাপত্তার কোনো হুমকি নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

সোমবার (১০ এপ্রিল) দুপুরে ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ঈদের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষ সাংবাদিকদের একথা জানান তিনি।

তিনি বলেন, আসন্ন ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে জনগণের নিরাপত্তায় পুলিশের সব ইউনিট একযোগে কাজ করছে। দেশের প্রতিটি মার্কেট, বিপণি বিতান, মসজিদ, ঈদগাহ মাঠ এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন স্তরে নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে। এছাড়া সহজে মার্কেটে চলাচলের জন্য সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, পহেলা বৈশাখে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। ইফতার, সেহরি ও তারাবির নামাজের সময় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, র‌্যাব, এপিবিএন ও গোয়েন্দা সংস্থাসহ একযোগে পুলিশের সব ইউনিট কাজ করছে।

ঈদের ছুটির সময় চুরি-ছিনতাই প্রতিরোধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে-এমন প্রশ্নে জবাবে পুলিশ প্রধান বলেন, ছিনতাই রোধে পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ কাজ করছে। ডিবির (গোয়েন্দা পুলিশ) বিশেষ অভিযান চলমান রয়েছে। ঢাকা মহানগরীর পুলিশও কাজ করে যাচ্ছে।

মোটা অঙ্কের টাকা লেনদেনে পুলিশের ভূমিকা সম্পর্কে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, টাকা-পয়সা লেনদেনে যদি কেউ পুলিশের সহয়তা চায় আমরা সার্বক্ষণিক সহয়তা করতে প্রস্তুত। যে কোনও আর্থিক প্রতিষ্ঠানকে সহয়তা করা হবে।

ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, ডিএমপি কমিশনার পর্যন্ত রাস্তায় দায়িত্ব পালন করা ফোর্সদের সঙ্গে ইফতার করেন। অতিরিক্ত কমিশনাররাও যানজট কমাতে ইফতারের আগ পর্যন্ত রাস্তাতেই দায়িত্ব পালন করেন। তবে বাস্তব কিছু সমস্যার কারণে আমাদের আন্তরিকতা ও সদিচ্ছা থাকা সত্ত্বেও জনগণের প্রত্যাশিত মাত্রায় সেবা হয়তো আমরা দিতে পারি না।

পরিদর্শনকালে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, বসুন্ধরা শপিং মল ও ঢাকা নিউ মার্কেট দোকান-মালিক সমিতির সভাপতিসহ অন্যান্য প্রতিনিধি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।