Dhaka রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের চুক্তি বাতিল

নিজস্ব প্রতিবেদক : 

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, পররাষ্ট্র সচিবের চুক্তি বাতিল করা হয়েছে।

চুক্তি বাতিল নিয়ে কোনো প্রজ্ঞাপন হয়েছে কি না বা নতুন পররাষ্ট্রসচিবের দায়িত্ব কাকে দেওয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, আগামীকাল সোমবার প্রজ্ঞাপন জারি করা হবে।

মাসুদ বিন মোমেন ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পররাষ্ট্র সচিব হিসেবে যোগদান করেন। ২০২২ সালের নভেম্বরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ দুই বছর বাড়ানো হয়। সে অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের শুরুতে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে, শেখ হাসিনা সরকারের ক্ষমতাচুত্যির পর ড. মুহাস্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকার গঠনের পর সব ধরনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়।

মাসুদ বিন মোমেন পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। কর্মজীবনে কূটনীতিক হিসেবে তিনি ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০১৫ সাল থেকে তিনি জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ছিলেন।

এর আগে, তিনি জাপান, ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং খাদ্য ও কৃষি সংস্থা, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রতি বছর নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের চুক্তি বাতিল

প্রকাশের সময় : ০৯:০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, পররাষ্ট্র সচিবের চুক্তি বাতিল করা হয়েছে।

চুক্তি বাতিল নিয়ে কোনো প্রজ্ঞাপন হয়েছে কি না বা নতুন পররাষ্ট্রসচিবের দায়িত্ব কাকে দেওয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, আগামীকাল সোমবার প্রজ্ঞাপন জারি করা হবে।

মাসুদ বিন মোমেন ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পররাষ্ট্র সচিব হিসেবে যোগদান করেন। ২০২২ সালের নভেম্বরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ দুই বছর বাড়ানো হয়। সে অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের শুরুতে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে, শেখ হাসিনা সরকারের ক্ষমতাচুত্যির পর ড. মুহাস্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকার গঠনের পর সব ধরনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়।

মাসুদ বিন মোমেন পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। কর্মজীবনে কূটনীতিক হিসেবে তিনি ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০১৫ সাল থেকে তিনি জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ছিলেন।

এর আগে, তিনি জাপান, ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং খাদ্য ও কৃষি সংস্থা, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।