আন্তর্জাতিক ডেস্ক :
উত্তরপ্রদেশের এক ব্যক্তিকে তার স্ত্রীর কাটা মাথা নিয়ে জনসমক্ষে ঘুরে বেড়াতে দেখা গেছে। অনিল বারাবাঙ্কির নামের ওই রাজমিস্ত্রির এক হাতে স্ত্রীর কাটা মাথা এবং অন্য হাতে একটি ছুরি ছিলো । অনিলকে গ্রেপ্তার না করা পর্যন্ত বহু মানুষ সেই লোমহর্ষক দৃশ্য দেখেছিলেন। আট বছর আগে ওই নারীর সঙ্গে বিয়ে হয়েছিল অভিযুক্তের। কিন্তু তাঁরা আলাদাই থাকতেন। অভিযুক্ত অনিলের সন্দেহ ছিল, স্ত্রী পরকীয়ায় জড়িয়েছে।
আর এর পরই সে তাঁর মাথা কেটে খুন করে বলে দাবি পুলিশের। তাদের দুটি সন্তান আছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এই ঘটনার আগের দিন ভ্যালেন্টাইনস ডে-তে পূর্ব মেদিনীপুরের পটাশপুরের চিস্তিপুর গ্রামে দেখা গিয়েছিল এমনই দৃশ্য।
অভিযুক্ত চুয়াল্লিশ বছরের গৌতম গুছাইত পরকীয়া সন্দেহেই তার স্ত্রীর গলা কেটে খুন করেছে বলে অভিযোগ।
স্থানীয়দের ধারণ করা ভিডিওতে দেখা যায়, গৌতম গুচ্ছাইতের এক হাতে স্ত্রীর কাটা মাথা আর অন্য হাতে কাস্তে। এ সময় আশপাশে জড়ো হওয়া লোকজনের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের কথা বলতেও দেখা যায় তাকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে।
স্থানীয়দের দাবি, গৌতম মানসিক ভারসাম্যহীন। তার পরিবারের দাবি , ২০২১ সালে একবার নাকি আলিপুর চিড়িয়াখানায় সিংহর গলায় মালা পরানোর চেষ্টাও করেছিল সে।