বিনোদন ডেস্ক :
শোবিজ অঙ্গনে বেশ লম্বা সময়ের ক্যারিয়ার মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিনের। নন্দিত এই তারকার অভিনয়শৈলির পাশাপাশি তার রূপ-গুণে মুগ্ধ দর্শক। কিন্তু হঠাতই এই অভিনেত্রীর বিরুদ্ধে শোনা গেল পরকীয়ার গুঞ্জন, যা নিয়ে শোরগোল সারিকার ভক্তমহলে।
মিডিয়াপাড়ায় বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, সারিকা সাবরিনের দাম্পত্য জীবন নাকি আর ঠিকঠাক নেই। দ্বিতীয় স্বামী রাহীর সঙ্গে বিবাহবিচ্ছেদের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন সারিকা- এমনটাও রটেছিল। এবার শোনা যাচ্ছে, পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন সারিকা; যে কারণে বিচ্ছেদের দিকে এগোচ্ছেন অভিনেত্রী।
স্বামীর সঙ্গে সারিকার দূরত্ব সৃষ্টি হওয়ার পেছনে নাকি রয়েছে গুলশানের এক ক্যামিক্যাল ব্যবাসায়ী। আর তার সঙ্গেই পরকীয়ায় জড়িয়েছেন সারিকা, এমনই গুঞ্জন। বিষয়টি নিয়ে ভক্তমহলে আলোচনা তুঙ্গে উঠতেই মুখ খুললেন অভিনেত্রী।
বিষয়টি নিয়ে ভক্তমহলে আলোচনা তুঙ্গে উঠতেই মুখ খুললেন অভিনেত্রী। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক মুঠোবার্তায় সারিকা সাবরিন জানান, তিনি তার স্বামীর সঙ্গে বেশ সুখি দাম্পত্য জীবন কাটাচ্ছেন। এসব গুঞ্জন ভিত্তিহীন।
সারিকা বলেন, আমাদের দাম্পত্য জীবনের চতুর্থ বছর চলছে। এই চার বছরে আমরা একরাতও আলাদা থাকিনি, এটাই হচ্ছে বাস্তবতা। অনেক হাজব্যান্ড ওয়াইফেরই টুকিটাকি বনিবনা বা কিংবা ন্যাচারাল ১৯-২০ যেমন ঝগড়া হয়, ওটাই হয়েছে। সেটা তা-ও আমরা বহু আগে ফেলে আসছি। তাছাড়া আমরা কখনোই এই প্রায় চার বছরে একরাতও আমরা আলাদা থাকিনি।
পরকীয়ার খবরটি একেবারেই অসত্য উল্লেখ করে অভিনেত্রী বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এটা কোত্থেকে আসছে, কে শুরু করেছে যদি জানতে পারতাম তাহলে একটা সমাধান দিতে পারতাম। গুঞ্জনটা প্রথম কে ছড়িয়েছে, সেটাই আরকি প্রশ্ন। আমি আমার স্বামী-সন্তানের সঙ্গে গাড়ি নিয়ে ঘুরতে বের হয়েছিলাম। ঘুরতে যেয়েই এ খবরটি পেলাম।
২০২২ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয়বারের মতো বিয়ে করেন সারিকা সাবরিন। দুই পরিবারের সম্মতিতে পাত্র আহমেদ রাহীকে বিয়ে করেন অভিনেত্রী। এর আগে ২০১৪ সালের আগস্টে ব্যবসায়ী মাহিম করিম খানকে ভালোবেসে বিয়ে করেছিলেন সারিকা। পরের বছরই তাদের ঘর আলো করে আসে একমাত্র কন্যাসন্তান। তবে সেই সংসার বেশিদিন টেকেনি। ২০১৬ সালে বিচ্ছেদের পথে হাঁটেন তারা।
বিনোদন ডেস্ক 

























