স্পোর্টস ডেস্ক :
পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের ধর্মপ্রীতির কথা কার না জানা! ক্রিকেটের বাইশগজের গণ্ডিও হতে পারেনি তার ধর্ম চর্চায় বাধা। ইসলামকে যিনি ধারণ করে থাকেন মনেপ্রাণে। রিজওয়ান ধর্মীয় রীতিনীতিতে শ্রদ্ধাশীল থাকেন সবসময়।
চলছে হজের মৌসুম। পবিত্র হজ পালন করতে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন মোহাম্মদ রিজওয়ান। বন্ধু ও সতীর্থ পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সাথে মদিনাতুল মুনাওয়ারায় দেখা যায় তাকে।
জানা গেছে, পাকিস্তানের এই তারকা ক্রিকেটাররা হজে গেছেন মা ও স্ত্রীকে নিয়ে।
এবার পবিত্র কাবা শরিফ প্রাঙ্গণে এক ভিন্ন চরিত্রে দেখা গেল রিজওয়ানকে। ব্যাট হাতে বাইশগজে রাজ করা রিজওয়ানের হাতে দেখা মিলল মুছনির। যার সাহায্যে আল্লাহর ঘরের মেঝে পরিষ্কার করছেন তিনি। ইতোমধ্যে রিজওয়ানের মেঝে পরিষ্কারের ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে।
Masha Allah
ماشاءاللہ قومی بیٹر محمد رضوان مکہ مکرمہ میں موجود ہیں اور حج کی سعادت حاصل کرینگے….محمد رضوان خانہ کعبہ کی صفائی کرتے ہوئے ویڈیو میں دکھائی دے رہے ہیں@iMRizwanPak #Hajj2023 #MohammadRizwan pic.twitter.com/S4nmCxQ9Di— Qadir Khawaja (@iamqadirkhawaja) June 23, 2023
শুক্রবার (২৩ জুন) পাকিস্তানি এই ক্রিকেটারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় মেঝেতে পানি ঢেলে ময়লা পরিষ্কার করছেন রিজওয়ান। এর আগে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করতে দেখা গেছে এই ক্রিকেটারকে।
এখানেই প্রথম নয়, রিজওয়ানের ধর্মপ্রীতি অনেকের জন্যই আদর্শস্বরূপ। যখন যেখানেই সুযোগ মেলে, ইসলামকে জানতে চান, জানাতে চান রিজওয়ান। ইসলামের সৌন্দর্য ফেরি করে বেড়ান।
অন্যরা যখন খোশগল্পে মাশগুল, বিপরীত তখন রিজওয়ান। মাঠে কিংবা ঘাটে সময় হলেই নামাজে দাঁড়িয়ে যান। সুযোগ হলেই পাঠ করেন পবিত্র কোরআন।
গত বছর নিউজিল্যান্ডে খেলতে গিয়ে তাকে দেখা যায় মসজিদের মিম্বরে ইসলামের শাশ্বত বাণী পৌঁছে দিতে। অন্যদের নিকট ইসলামের সৌন্দর্য বর্ণনা করছিলেন তিনি।
রিজওয়ান ছাড়াও হজ করতে গিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, ফখর জামান, ফাহিম আশরাফ এবং ইফতিখার আহমেদ। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিজনেস স্কুলে ভর্তি হয়েছিলেন বাবর-রিজওয়ান। সেখানে গিয়ে হার্ভার্ডের এক শিক্ষিকাকে পবিত্র কোরআন শরিফ উপহার দেন রিজওয়ান।