Dhaka শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মা সেতু ভ্রমণ করবে বিশ্বকাপ ট্রফি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
  • ২০০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বিশ্বকাপ শুরু হতে মাত্র ৬৫ দিনের বাকি। এরপরই মাঠে গড়াচ্ছে আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর। বিশ্বকাপ ঘিরে মানুষের উন্মাদনার শেষ নেই। সেই উন্মাদনার মাত্রা আরেকটু বাড়িয়ে দিতে এবার বাংলাদেশে আসছে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা এ ট্রফি সামনে থেকে দেখার সুযোগ পাবেন।

সূচি অনুযায়ী, তিন দিন বাংলাদেশে অবস্থান করবে বিশ্বকাপ ট্রফি। ৭ থেকে ৯ আগস্ট। বর্তমানে পাকিস্তানে থাকা বিশ্বকাপ ট্রফিটি শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে আসবে। বাংলাদেশ থেকে ১০ আগস্ট যাবে কুয়েতে। কোথায় হবে বিশ্বকাপের ট্রফির ফটোসেশন, এবার জানা গেল সেই তথ্যও।

বিসিবির একটি সূত্র অনুযায়ী, এবার বিশ্বকাপের ট্রফি যাবে পদ্মা সেতুতে। সেখানেই হতে পারে ফটোসেশন। সাধারণত একটি বিশেষ স্থাপনার সামনে ট্রফি বসিয়ে ফটোসেশন করা হয়। এর আগে জাতীয় সংসদ ভবনের সামনে করা হয়েছিল ফটোসেশন। এবার বিসিবির পরিকল্পনায় পদ্মা সেতু। আরও জানা গেছে, পদ্মা সেতুতে ট্রফি যাবে শুধু ফটোসেশনে জন্য। দর্শকদের কথা মাথায় রেখে ঢাকার বড় কোনো শপিং মলে ট্রফি প্রদর্শনের ব্যবস্থা করবে বিসিবি। আর ক্রিকেটারদের ট্রফির সঙ্গে ফটোসেশন হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ট্রফি প্রদর্শন করতে চান তারা। সমর্থকদের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত বোর্ডের। বাংলাদেশে বিশ্বকাপ ট্রফি থাকবে ৯ আগস্ট পর্যন্ত। আর আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী কোনো একটা বিশেষ স্থানে বা স্থাপনার সামনে বিশ্বকাপের ট্রফি নিয়ে ফটোসেশন করার রীতি আছে। গতবার যেমন জাতীয় সংসদ ভবনের সামনে এটা করা হয়েছিল। এবার পরিকল্পনা আছে পদ্মা সেতুতে ট্রফি নিয়ে ফটোসেশন করার।

২৭ জুন থেকে ১৪ জুলাই ভারতের বিভিন্ন শহরে চলে ট্রফি ট্যুর। আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেন, ‘বিশ্বকাপ শুরুর আগে ট্রফি ট্যুর বেশ বড় একটি মাইলফলক। ক্রিকেটে বিলিয়নের চেয়েও বেশি ভক্ত-সমর্থক রয়েছে। আমরা যত বেশি সম্ভব মানুষকে ট্রফির কাছাকাছি আসতে দিতে চাই।’ ১০ দল নিয়ে আগামী ৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ, যা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। ভারতের ১০ শহরের ১২ থেকে ১৫টি ভেন্যুতে ৪৬ দিনে বিশ্বকাপের মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ওয়ানডে বিশ্বকাপের এবারের স্বাগতিক ভারতে প্রতিটি ম্যাচ ভেন্যুর শহরে ট্রফি প্রদর্শন করা হয়। ভারত থেকে বিশ্বকাপ ট্রফি গিয়েছিল তাসমানপাড়ে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাপুয়া নিউগিনিতে। ট্রফিটি আবার ভারতে ফিরে বেড়াতে গিয়েছিল যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। উত্তর আমেরিকা ভ্রমণ শেষ করে বিশ্বকাপ ট্রফি ফিরে এসেছে দক্ষিণ এশিয়ায়। গতকাল পাকিস্তানে পৌঁছায়। সেখানে ৪ আগস্ট পর্যন্ত প্রদর্শিত হয়ে শ্রীলঙ্কা যাবে। কলম্বোতে দুই দিন ট্রফি প্রদর্শন শেষে ঢাকা হয়ে কুয়েত যাবে। এভাবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ব ভ্রমণে থাকবে বিশ্বকাপ ট্রফি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পদ্মা সেতু ভ্রমণ করবে বিশ্বকাপ ট্রফি

প্রকাশের সময় : ০৪:০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

বিশ্বকাপ শুরু হতে মাত্র ৬৫ দিনের বাকি। এরপরই মাঠে গড়াচ্ছে আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর। বিশ্বকাপ ঘিরে মানুষের উন্মাদনার শেষ নেই। সেই উন্মাদনার মাত্রা আরেকটু বাড়িয়ে দিতে এবার বাংলাদেশে আসছে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা এ ট্রফি সামনে থেকে দেখার সুযোগ পাবেন।

সূচি অনুযায়ী, তিন দিন বাংলাদেশে অবস্থান করবে বিশ্বকাপ ট্রফি। ৭ থেকে ৯ আগস্ট। বর্তমানে পাকিস্তানে থাকা বিশ্বকাপ ট্রফিটি শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশে আসবে। বাংলাদেশ থেকে ১০ আগস্ট যাবে কুয়েতে। কোথায় হবে বিশ্বকাপের ট্রফির ফটোসেশন, এবার জানা গেল সেই তথ্যও।

বিসিবির একটি সূত্র অনুযায়ী, এবার বিশ্বকাপের ট্রফি যাবে পদ্মা সেতুতে। সেখানেই হতে পারে ফটোসেশন। সাধারণত একটি বিশেষ স্থাপনার সামনে ট্রফি বসিয়ে ফটোসেশন করা হয়। এর আগে জাতীয় সংসদ ভবনের সামনে করা হয়েছিল ফটোসেশন। এবার বিসিবির পরিকল্পনায় পদ্মা সেতু। আরও জানা গেছে, পদ্মা সেতুতে ট্রফি যাবে শুধু ফটোসেশনে জন্য। দর্শকদের কথা মাথায় রেখে ঢাকার বড় কোনো শপিং মলে ট্রফি প্রদর্শনের ব্যবস্থা করবে বিসিবি। আর ক্রিকেটারদের ট্রফির সঙ্গে ফটোসেশন হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ট্রফি প্রদর্শন করতে চান তারা। সমর্থকদের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত বোর্ডের। বাংলাদেশে বিশ্বকাপ ট্রফি থাকবে ৯ আগস্ট পর্যন্ত। আর আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী কোনো একটা বিশেষ স্থানে বা স্থাপনার সামনে বিশ্বকাপের ট্রফি নিয়ে ফটোসেশন করার রীতি আছে। গতবার যেমন জাতীয় সংসদ ভবনের সামনে এটা করা হয়েছিল। এবার পরিকল্পনা আছে পদ্মা সেতুতে ট্রফি নিয়ে ফটোসেশন করার।

২৭ জুন থেকে ১৪ জুলাই ভারতের বিভিন্ন শহরে চলে ট্রফি ট্যুর। আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেন, ‘বিশ্বকাপ শুরুর আগে ট্রফি ট্যুর বেশ বড় একটি মাইলফলক। ক্রিকেটে বিলিয়নের চেয়েও বেশি ভক্ত-সমর্থক রয়েছে। আমরা যত বেশি সম্ভব মানুষকে ট্রফির কাছাকাছি আসতে দিতে চাই।’ ১০ দল নিয়ে আগামী ৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ, যা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। ভারতের ১০ শহরের ১২ থেকে ১৫টি ভেন্যুতে ৪৬ দিনে বিশ্বকাপের মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ওয়ানডে বিশ্বকাপের এবারের স্বাগতিক ভারতে প্রতিটি ম্যাচ ভেন্যুর শহরে ট্রফি প্রদর্শন করা হয়। ভারত থেকে বিশ্বকাপ ট্রফি গিয়েছিল তাসমানপাড়ে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাপুয়া নিউগিনিতে। ট্রফিটি আবার ভারতে ফিরে বেড়াতে গিয়েছিল যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। উত্তর আমেরিকা ভ্রমণ শেষ করে বিশ্বকাপ ট্রফি ফিরে এসেছে দক্ষিণ এশিয়ায়। গতকাল পাকিস্তানে পৌঁছায়। সেখানে ৪ আগস্ট পর্যন্ত প্রদর্শিত হয়ে শ্রীলঙ্কা যাবে। কলম্বোতে দুই দিন ট্রফি প্রদর্শন শেষে ঢাকা হয়ে কুয়েত যাবে। এভাবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ব ভ্রমণে থাকবে বিশ্বকাপ ট্রফি।