শরীয়তপুর জেলা প্রতিনিধি :
ঈদুল আজহার ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মব্যস্ত মানুষেরা। পদ্মা সেতুর জাজিরা প্রান্ত দিয়ে গত ২৪ ঘণ্টায় সেতুতে ১৮ হাজার ৭৬৬ গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৮৯ লাখ ৮৯০০ টাকা।
শুক্রবার (১৩ জুন) সকাল পৌনে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয়।
আবু সাদ নিলয় বলেন, পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে মানুষ পদ্মা সেতু পার হয়ে নির্বিঘ্নে ঢাকায় যাচ্ছে। টোলপ্লাজায় দায়িত্বে থাকা সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।