পদ্মা সেতুতে শুরু হলো রেল লাইন বসানোর কাজ। সেতুর জাজিরা প্রান্ত থেকে কাজ শুরু হয়েছে। আজ শনিবার (২০শে আগস্ট) সকালে কাজের উদ্বোধন করেন রেলপথমন্ত্রী।
এসময় তিনি বলেন, নির্ধারিত সময়েই সম্পন্ন হবে রেল লাইন স্থাপন ও পুরো প্রকল্পের কাজ। ঢাকা থেকে যশোর পর্যন্ত এই পুরো প্রকল্প তিন ভাগে ভাগ করা হয়েছে। ঢাকা-মাওয়া, মাওয়া-ভাঙ্গা ও ভাঙ্গা-যশোর।
তিনি আরও বলেন, পুরো প্রকল্পের কাজের অগ্রগতি ৬৫শতাংশ। তবে মাওয়া থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত শুরুতে ট্রেন চালাতে চায় রেলওয়ে। এই অংশে কাজের অগ্রগতি ৮৩ শতাংশ।
উল্লেখ্য, ৬ দশমিক ১৫ কিলোমিটার সেতুতে রেল লাইন বসানোর কাজ শেষ হতে সময় লাগবে ৬ মাস। কারিগরী কারণে ট্র্যাক বসানোর কাজ চলবে রাতে।
প্রতিনিধির নাম 

























