Dhaka রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মা সেতুতে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মাদারীপুর জেলা প্রতিনিধি : 

মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার কাছে একটি যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঢাকার সাভার উপজেলার হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার গোলাম কিবরিয়ার ছেলে মোহাম্মদ আলী অন্তু (২৬)। অন্যজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, রাত সাড়ে ১০টার দিকে দুজন একটি মোটরসাইকেলে করে মাওয়া প্রান্ত থেকে জাজিরা প্রান্তে আসছিলেন। সেতু থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান তাঁরা। একজন সড়কের ওপরে ও অন্যজন পাশে জমিতে ছিটকে পড়েন। দুর্ঘটনায় তাঁদের মাথায় গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনাস্থলটি টোল প্লাজার কাছে এক্সপ্রেসওয়েতে প্রবেশের আগে। সেখান থেকে পদ্মা সেতু দক্ষিণ থানার দূরত্ব মাত্র ৩০০ মিটার। এ সড়কে নিয়মিত দক্ষিণাঞ্চলমুখী যানবাহন চলাচল করে। তবে পুলিশ, স্থানীয় লোকজন বা টোল প্লাজার কর্মীদের কেউ দুর্ঘটনার শিকার দুই ব্যক্তিকে উদ্ধার করেননি।

জাজিরা প্রান্তের পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নকিব আকরাম হোসেন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পরে হাইওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।’ দুই ঘণ্টা পর লাশ উদ্ধার হওয়ার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে নিহত ব্যক্তিদের পরিবারের কেউ মামলা করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

আবহাওয়া

সংস্কারের অভাবে সড়কের বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

পদ্মা সেতুতে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশের সময় : ১১:৩০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

মাদারীপুর জেলা প্রতিনিধি : 

মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার কাছে একটি যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঢাকার সাভার উপজেলার হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার গোলাম কিবরিয়ার ছেলে মোহাম্মদ আলী অন্তু (২৬)। অন্যজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, রাত সাড়ে ১০টার দিকে দুজন একটি মোটরসাইকেলে করে মাওয়া প্রান্ত থেকে জাজিরা প্রান্তে আসছিলেন। সেতু থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান তাঁরা। একজন সড়কের ওপরে ও অন্যজন পাশে জমিতে ছিটকে পড়েন। দুর্ঘটনায় তাঁদের মাথায় গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনাস্থলটি টোল প্লাজার কাছে এক্সপ্রেসওয়েতে প্রবেশের আগে। সেখান থেকে পদ্মা সেতু দক্ষিণ থানার দূরত্ব মাত্র ৩০০ মিটার। এ সড়কে নিয়মিত দক্ষিণাঞ্চলমুখী যানবাহন চলাচল করে। তবে পুলিশ, স্থানীয় লোকজন বা টোল প্লাজার কর্মীদের কেউ দুর্ঘটনার শিকার দুই ব্যক্তিকে উদ্ধার করেননি।

জাজিরা প্রান্তের পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নকিব আকরাম হোসেন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পরে হাইওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।’ দুই ঘণ্টা পর লাশ উদ্ধার হওয়ার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে নিহত ব্যক্তিদের পরিবারের কেউ মামলা করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।