রাজবাড়ী জেলা প্রতিনিধি :
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদী থেকে ধরা একটি ইলিশ মাছ ৯ হাজার ৮০৪ টাকায় বিক্রি হয়েছে। পদ্মা নদীর এ মাছটির ওজন হয়েছিল ২ কেজি ৫৮০ গ্রাম।
শনিবার (১৩ মে) সকালে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় জেলের নৌকা থেকে ইলিশটি কেনেন ঘাটের ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলে জাহাঙ্গীর হালদার তার সঙ্গীদের নিয়ে পদ্মায় মাছ ধরতে বের হলে তার জালে অনান্য মাছের সাথে বড় একটি ইলিশ মাছ জালে ধরা পড়ে। মাছটি দৌলতদিয়ার ৭নং ফেরিঘাট এলাকায় নিয়ে আসলে ৫ নং ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ি শাহজাহান শেখ মাছটি ৩ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ৯ হাজার ২৮৮ টাকায় কিনে নেন। এর পর মোবাইলে দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে তিন হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৯ হাজার ৮০০ টাকায় মাছটি বিক্রি করে দেন।
সম্রাট শাহজাহান শেখ বলেন, অনেকদিন পরে বড় এই ইলিশ মাছটি পেয়েছি। বড় এই মাছটি পেয়ে আমার আজ খুবই ভালো লাগছে। মাছটি বিক্রি করে আমার কিছু টাকা লাভও হয়েছে।