Dhaka বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মায় ধরা পড়ল ২২ কেজির পাঙাশ

রাজবাড়ী জেলা প্রতিনিধি : 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মায় ধরা পড়েছে ২২ কেজি ওজনের একটি পাঙাশ মাছ।

মঙ্গলবার (২৩ মে) সকালে বাসুদেব হলদার নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে।

সকাল ১০টার দিকে মাছটি দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটে উন্মুক্ত নিলামে তোলা হয়। এসময় ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে ৩১ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নেয় স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

জেলে বাসুদেব হলদার বলেন, পদ্মায় মাছটি ধরার পর সকাল ৯টায় দৌলতদিয়া ৬ নম্বর ফেরী ঘাটের কেসমত মোল্লার আড়তে নিয়ে আসি বিক্রির উদ্দেশে। মাছটি আড়তে নিয়ে আসলে চাঁন্দু মোল্লা মাছটি ক্রয় করে ১ হাজার ৪ শত ৫০ টাকা কেজি দরে।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরী ঘাটের চাঁদনী এন্ড আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা বলেন, বেশ কিছুদিন পদ্মায় বড় মাছ পাওয়া যাচ্ছিল না। সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে গেলে বড় আকৃতির ২২ কেজি ওজনের পাঙাশ মাছটি কিনে নেই। এখন বিভিন্ন ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে যোগাযোগ করছি। কিছু লাভ হলেই বিক্রি করবো।

জনপ্রিয় খবর

আবহাওয়া

এক মঞ্চে দাঁড়িয়ে বিএনপির মনোনয়নবঞ্চিত সাত নেতার ‘রিভিউ আবেদন’

পদ্মায় ধরা পড়ল ২২ কেজির পাঙাশ

প্রকাশের সময় : ০২:১৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩

রাজবাড়ী জেলা প্রতিনিধি : 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মায় ধরা পড়েছে ২২ কেজি ওজনের একটি পাঙাশ মাছ।

মঙ্গলবার (২৩ মে) সকালে বাসুদেব হলদার নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে।

সকাল ১০টার দিকে মাছটি দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটে উন্মুক্ত নিলামে তোলা হয়। এসময় ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে ৩১ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নেয় স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

জেলে বাসুদেব হলদার বলেন, পদ্মায় মাছটি ধরার পর সকাল ৯টায় দৌলতদিয়া ৬ নম্বর ফেরী ঘাটের কেসমত মোল্লার আড়তে নিয়ে আসি বিক্রির উদ্দেশে। মাছটি আড়তে নিয়ে আসলে চাঁন্দু মোল্লা মাছটি ক্রয় করে ১ হাজার ৪ শত ৫০ টাকা কেজি দরে।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরী ঘাটের চাঁদনী এন্ড আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা বলেন, বেশ কিছুদিন পদ্মায় বড় মাছ পাওয়া যাচ্ছিল না। সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে গেলে বড় আকৃতির ২২ কেজি ওজনের পাঙাশ মাছটি কিনে নেই। এখন বিভিন্ন ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে যোগাযোগ করছি। কিছু লাভ হলেই বিক্রি করবো।