Dhaka শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পদোন্নতি পেলেন অতিরিক্ত আইজি এসবি প্রধান গোলাম রসুল

নিজস্ব প্রতিবেদক : 

পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজি (গ্রেড-২) মো. গোলাম রসুলকে পদোন্নতি দিয়েছে সরকার। গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহবুবুর রহমানের সই করা পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫-৮-২০২৫ তারিখের ০৫.০০.০০০০.০০০.১৩৩.১২.০১২৩.২৫-৪২০ নম্বর আদেশমূলে নিম্নবর্ণিত কর্মকর্তাকে ‘অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক’ (জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড-১) পদে পদোন্নতি প্রদান করা হলো।

এতে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র দাখিল করবেন। জনস্বার্থে জারীকৃত এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে।

গত ১৩ জানুয়ারি থেকে তিনি পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আবহাওয়া

অভ্যুত্থানে প্রাণহানি, ১৫ মাস পর ‘দোষ স্বীকার’ হাসিনার

পদোন্নতি পেলেন অতিরিক্ত আইজি এসবি প্রধান গোলাম রসুল

প্রকাশের সময় : ০৩:৫৪:২১ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজি (গ্রেড-২) মো. গোলাম রসুলকে পদোন্নতি দিয়েছে সরকার। গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহবুবুর রহমানের সই করা পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫-৮-২০২৫ তারিখের ০৫.০০.০০০০.০০০.১৩৩.১২.০১২৩.২৫-৪২০ নম্বর আদেশমূলে নিম্নবর্ণিত কর্মকর্তাকে ‘অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক’ (জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড-১) পদে পদোন্নতি প্রদান করা হলো।

এতে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র দাখিল করবেন। জনস্বার্থে জারীকৃত এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে।

গত ১৩ জানুয়ারি থেকে তিনি পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।