Dhaka মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পদত্যাগ করলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উপাচার্য

রংপুর জেলা প্রতিনিধি : 

নানান জল্পনা-কল্পনা শেষে পদত্যাগ করলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ।

শুক্রবার (৯ আগস্ট) রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী।

এর আগে প্রফেসর মো. হাসিবুর রশীদ ২০২৩ সালের ১৫ মার্চ আনুষ্ঠানিকভাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য।

এর আগে, সোমবার (৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর মঙ্গলবার (৬ আগস্ট) বেরোবির গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা পদত্যাগ করেন। এর মধ্যে ছিলেন-বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. শরিফুল ইসলাম, পরিবহন পরিচালক ড. কামরুজ্জামান, গ্রন্থাগার পরিচালক প্রফেসর ড. গাজী মাজহারুল আনোয়ার ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট প্রফেসর ড. বিজন মোহন চাকী। তারা তাদের পদত্যাগপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে জমা দেন।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদ বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে মারা যান। এরপর শিক্ষক-শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বেরোবি ভিসি পদত্যাগ করলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পদত্যাগ করলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উপাচার্য

প্রকাশের সময় : ০৮:৪৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪

রংপুর জেলা প্রতিনিধি : 

নানান জল্পনা-কল্পনা শেষে পদত্যাগ করলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ।

শুক্রবার (৯ আগস্ট) রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী।

এর আগে প্রফেসর মো. হাসিবুর রশীদ ২০২৩ সালের ১৫ মার্চ আনুষ্ঠানিকভাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য।

এর আগে, সোমবার (৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর মঙ্গলবার (৬ আগস্ট) বেরোবির গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা পদত্যাগ করেন। এর মধ্যে ছিলেন-বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. শরিফুল ইসলাম, পরিবহন পরিচালক ড. কামরুজ্জামান, গ্রন্থাগার পরিচালক প্রফেসর ড. গাজী মাজহারুল আনোয়ার ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট প্রফেসর ড. বিজন মোহন চাকী। তারা তাদের পদত্যাগপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে জমা দেন।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদ বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে মারা যান। এরপর শিক্ষক-শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বেরোবি ভিসি পদত্যাগ করলেন।