Dhaka শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পদত্যাগ করলেন পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন

নিজস্ব প্রতিবেদক : 

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে তিনি পিএসসি’র সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। পিএসসির একজন কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চেয়ারম্যানসহ বেশিরভাগ সদস্য পদত্যাগ করেছেন, তবে দুজন সদস্য এখনও পদত্যাগ করেননি এবং তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না কারণ তাদের ফোন বন্ধ রয়েছে।

অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব সোহরাব হোসাইনকে পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়।

সোহরাব হোসাইন ১৯৬১ সালের নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। ২০১৫ সালের ১৪ ডিসেম্বর অবিভক্ত শিক্ষা মন্ত্রণালয়ে সচিব হিসেবে নিয়োগ পান তিনি, গত বছরের ৩০ জানুয়ারি সিনিয়র সচিব হন।

এর আগে সোহরাব হোসাইন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর ছিলেন। সোহরাব শিক্ষা মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পদত্যাগ করলেন পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন

প্রকাশের সময় : ১০:১৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : 

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে তিনি পিএসসি’র সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। পিএসসির একজন কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চেয়ারম্যানসহ বেশিরভাগ সদস্য পদত্যাগ করেছেন, তবে দুজন সদস্য এখনও পদত্যাগ করেননি এবং তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না কারণ তাদের ফোন বন্ধ রয়েছে।

অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব সোহরাব হোসাইনকে পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়।

সোহরাব হোসাইন ১৯৬১ সালের নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। ২০১৫ সালের ১৪ ডিসেম্বর অবিভক্ত শিক্ষা মন্ত্রণালয়ে সচিব হিসেবে নিয়োগ পান তিনি, গত বছরের ৩০ জানুয়ারি সিনিয়র সচিব হন।

এর আগে সোহরাব হোসাইন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর ছিলেন। সোহরাব শিক্ষা মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।