Dhaka শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পদত্যাগ করলেন গোতাবায়া রাজাপাকসে

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ১১:৩২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
  • ২২৪ জন দেখেছেন

সব নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করেছেন শ্রীলংকার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। বৃহস্পতিবার (১৪ জুলাই) এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে দেশটির পার্লামেন্ট স্পিকারের কার্যালয়।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশ ছেড়ে পালানো শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে পৌঁছান। সেখান থেকে ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন দেশটির স্পিকারের কাছে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে সিঙ্গাপুরে পৌঁছানোর খবর নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, একটি ব্যক্তিগত সফরের জন্য তাকে সিঙ্গাপুরে প্রবেশ করতে দেয়া হয়েছে।

এদিকে তার পদত্যাগের খবর আসার পর কলম্বোতে আনন্দ মিছিল বের করেন সাধারণ মানুষ।

ডেইলি মিরর এক প্রতিবেদনে জানিয়েছে, গোটাবায়া আশ্রয় প্রার্থনা করেননি এবং তাকে কোনো আশ্রয়ও দেয়া হয়নি। সিঙ্গাপুর সাধারণত আশ্রয়ের অনুরোধ মঞ্জুর করে না।

সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে গোটাবায়াকে বহনকারী সৌদি এয়ারলাইন্সের বিমান অবতরণ করে।

তবে সিঙ্গাপুরে বেশি সময় থাকবেন না গোটাবায়া। বরং সিঙ্গাপুরকে ট্রানজিট হিসেবে ব্যবহার করবেন তিনি। বৃহস্পতিবার আরও পরের দিকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করবেন তিনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চার ক্যাম্পাসে শিবিরের ভূমিধস জয় রহস্যজনক : নুর

পদত্যাগ করলেন গোতাবায়া রাজাপাকসে

প্রকাশের সময় : ১১:৩২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২

সব নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করেছেন শ্রীলংকার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। বৃহস্পতিবার (১৪ জুলাই) এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে দেশটির পার্লামেন্ট স্পিকারের কার্যালয়।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশ ছেড়ে পালানো শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে পৌঁছান। সেখান থেকে ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন দেশটির স্পিকারের কাছে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে সিঙ্গাপুরে পৌঁছানোর খবর নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, একটি ব্যক্তিগত সফরের জন্য তাকে সিঙ্গাপুরে প্রবেশ করতে দেয়া হয়েছে।

এদিকে তার পদত্যাগের খবর আসার পর কলম্বোতে আনন্দ মিছিল বের করেন সাধারণ মানুষ।

ডেইলি মিরর এক প্রতিবেদনে জানিয়েছে, গোটাবায়া আশ্রয় প্রার্থনা করেননি এবং তাকে কোনো আশ্রয়ও দেয়া হয়নি। সিঙ্গাপুর সাধারণত আশ্রয়ের অনুরোধ মঞ্জুর করে না।

সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে গোটাবায়াকে বহনকারী সৌদি এয়ারলাইন্সের বিমান অবতরণ করে।

তবে সিঙ্গাপুরে বেশি সময় থাকবেন না গোটাবায়া। বরং সিঙ্গাপুরকে ট্রানজিট হিসেবে ব্যবহার করবেন তিনি। বৃহস্পতিবার আরও পরের দিকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করবেন তিনি।