পটুয়াখালী জেলা প্রতিনিধি :
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষের কাছে বজ্রপাত হয়েছে। এতে বিদ্যালয়টির এক শিক্ষকসহ ১২ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে এখনো অচেতন রয়েছে পাঁচ শিক্ষার্থী।
বুধবার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার মৌডুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহতরা সবাই ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তারা হলো ফাতিহা (১১), তহুরা (১১), তামিমা (১২), কারিমা (১১) ও সাবিহা (১১)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিদ্যালয়ে যথারিতি ক্লাস চলছিল। হঠাৎ বজ্রপাতে বিদ্যালয়ের শ্রেণিকক্ষের জানালা দিয়ে ধোঁয়া প্রবেশ করে। প্রচণ্ড শব্দের কারণে ১৩ শিক্ষার্থীসহ ওই শিক্ষক আহত হন। আতঙ্কিত হয়ে পাঁচ ছাত্রী ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পরে। জ্ঞান ফিরতে দেরি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে পাঠানো হয়। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহত শিক্ষক সুজিৎ চন্দ্র দাস বলেন, হঠাৎ প্রচণ্ড শব্দে সবাই আতঙ্কিত হয়ে যাই। আহতদের তৎক্ষণাৎ উদ্ধারের চেষ্টা করেছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ জানান, ষষ্ঠ শ্রেণির ক্লাশরুমের জানালার পাশে হঠাৎ বজ্রপাত হয়। এ সময় এক শিক্ষক ও ১১ শিক্ষার্থী আহত হয়। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এখনো পাঁচজনের জ্ঞান ফেরেনি।
স্থানীয় চিকিৎসক জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক। শিশুদের হাসপাতালে নেওয়া হচ্ছে। তিনি আরো জানান, দুপুর ১টা পর্যন্ত ওই পাঁচ শিশুর জ্ঞান ফেরেনি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক স্কুলে স্পিডবোটযোগে চিকিৎসক পাঠিয়েছি। শিশুদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।