Dhaka মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে বিদেশি পিস্তল-গুলিসহ বিএনপি নেতা আটক

পটুয়াখালী জেলা প্রতিনিধি : 

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফরাজীকে (৪৮) অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তার কাছ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোররাতে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের সুবিদখালীর তিন রাস্তার মোড় সংলগ্ন তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জাহাঙ্গীর আলম আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সুবিদখালী গ্রামের মো. মতলবে ফরাজীর ছেলে।

মির্জাগঞ্জ সেনাক্যাম্পের ক্যাপ্টেন ও অভিযান পরিচালনাকারী কর্মকর্তা রিমান রাফিন নিশাত বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে তার বাসায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সেনাবাহিনী উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ করে এবং আটককৃত জাহাঙ্গীর ফরাজীকে আইনি প্রক্রিয়ার জন্য মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম হাওলাদার বলেন, মামলা করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

পুলিশ সুপার জাহিদ আনোয়ার জানান, আটক বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজী তার কাছে পাওয়া অস্ত্রের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো শাহাবুদ্দিন নান্নু বলেন, দলের যেই হোক বা যত বড় নেতাই হন না কেন লাইসেন্স ছাড়া এই ধরনের অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করা অন্যায়। তার দায় দল কখনো নিবে না।

আবহাওয়া

সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি তরুণীর পা বিচ্ছিন্ন

পটুয়াখালীতে বিদেশি পিস্তল-গুলিসহ বিএনপি নেতা আটক

প্রকাশের সময় : ০১:৩২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪

পটুয়াখালী জেলা প্রতিনিধি : 

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফরাজীকে (৪৮) অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তার কাছ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোররাতে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের সুবিদখালীর তিন রাস্তার মোড় সংলগ্ন তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জাহাঙ্গীর আলম আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সুবিদখালী গ্রামের মো. মতলবে ফরাজীর ছেলে।

মির্জাগঞ্জ সেনাক্যাম্পের ক্যাপ্টেন ও অভিযান পরিচালনাকারী কর্মকর্তা রিমান রাফিন নিশাত বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে তার বাসায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সেনাবাহিনী উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ করে এবং আটককৃত জাহাঙ্গীর ফরাজীকে আইনি প্রক্রিয়ার জন্য মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম হাওলাদার বলেন, মামলা করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

পুলিশ সুপার জাহিদ আনোয়ার জানান, আটক বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজী তার কাছে পাওয়া অস্ত্রের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো শাহাবুদ্দিন নান্নু বলেন, দলের যেই হোক বা যত বড় নেতাই হন না কেন লাইসেন্স ছাড়া এই ধরনের অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করা অন্যায়। তার দায় দল কখনো নিবে না।