Dhaka সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে পাঁচ কিলোমিটার সড়ক যেন মরণফাঁদ

পটুয়াখালী জেলা প্রতিনিধি : 

পটুয়াখালী সদর উপজেলার শিয়ালি বাজার থেকে লাউকাঠি ইউনিয়নের বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়ক দীর্ঘ পাঁচ বছরেও সংস্কার না হওয়ায় পরিণত হয়েছে মরণফাঁদে। খানাখন্দ ও ধুলোয় ভরা এই সড়কে প্রতিদিন ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে, দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে।

প্রতিদিন শত শত মানুষ, শিক্ষার্থী ও রোগী এই সড়ক দিয়ে চলাচল করে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তা প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতে সমস্যায় পড়তে হয়, রোগীদের হাসপাতালে নেয়াও কঠিন হয়ে ওঠে।

স্থানীয়দের অভিযোগ, সড়কটি সংস্কারের বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ নিয়ে তারা দ্রুত সংস্কার ও পাকা করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পটুয়াখালী এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. হোসেন আলী মীর বলেন, ‘দ্রুত সংস্কারের জন্য প্রকল্প হাতে নেয়া হয়েছে। আশা করছি দুই এক সপ্তাহের মধ্যে টেন্ডার আহ্বান করা হবে এবং এক মাসের মধ্যে কাজ শুরু হবে। তখন আর এই এলাকার মানুষের দুর্ভোগ থাকবে না।’

প্রতিদিন এই সড়ক দিয়ে দুটি ইউনিয়নের কয়েক শত যানবাহনসহ কয়েক হাজার মানুষ চলাচল করে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ভিপি নুরের মাথায় আঘাতের ঘটনায় শর্ট মেমোরি লস হয়নি : ঢামেক পরিচালক

পটুয়াখালীতে পাঁচ কিলোমিটার সড়ক যেন মরণফাঁদ

প্রকাশের সময় : ০১:০০:৫৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

পটুয়াখালী জেলা প্রতিনিধি : 

পটুয়াখালী সদর উপজেলার শিয়ালি বাজার থেকে লাউকাঠি ইউনিয়নের বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়ক দীর্ঘ পাঁচ বছরেও সংস্কার না হওয়ায় পরিণত হয়েছে মরণফাঁদে। খানাখন্দ ও ধুলোয় ভরা এই সড়কে প্রতিদিন ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে, দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে।

প্রতিদিন শত শত মানুষ, শিক্ষার্থী ও রোগী এই সড়ক দিয়ে চলাচল করে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তা প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতে সমস্যায় পড়তে হয়, রোগীদের হাসপাতালে নেয়াও কঠিন হয়ে ওঠে।

স্থানীয়দের অভিযোগ, সড়কটি সংস্কারের বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ নিয়ে তারা দ্রুত সংস্কার ও পাকা করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পটুয়াখালী এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. হোসেন আলী মীর বলেন, ‘দ্রুত সংস্কারের জন্য প্রকল্প হাতে নেয়া হয়েছে। আশা করছি দুই এক সপ্তাহের মধ্যে টেন্ডার আহ্বান করা হবে এবং এক মাসের মধ্যে কাজ শুরু হবে। তখন আর এই এলাকার মানুষের দুর্ভোগ থাকবে না।’

প্রতিদিন এই সড়ক দিয়ে দুটি ইউনিয়নের কয়েক শত যানবাহনসহ কয়েক হাজার মানুষ চলাচল করে।