Dhaka বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চম দিনের শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেলেন আরো ৭৩ জন

নিজস্ব প্রতিবেদক : 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানিতে পঞ্চম দিনে আরো ৭৩ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১০০টি আপিলের শুনানি শেষে এই সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন (ইসি)।

সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ ২১১ থেকে ৩১০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৭৩টি আপিল মঞ্জুর করে প্রার্থীদের বৈধ ঘোষণা করা হয়েছে, ১৭টি আপিল নামঞ্জুর হয়েছে এবং ১০টি আবেদনের বিষয়ে সিদ্ধান্ত পেন্ডিং রাখা হয়েছে।

তিনি আরো বলেন, এই পাঁচ দিনে ৩৮০টা আপিল আমরা শুনেছি। এর মধ্যে অ্যাপ্রুভ হয়েছে ২৭৭টা। রিজেক্ট হয়েছে ৮১টা। আর বিভিন্ন কারণে ডেফার করা হয়েছে ২৩টা। সর্বমোট আপিল দায়ের করা হয়েছিল ৬৪৫টা; আর আমরা ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি করবো।

ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, গত পাঁচ দিনে মোট ৩৮০টি আপিলের শুনানি সম্পন্ন হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ২৭৭ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। বিপরীতে ৮১টি আবেদন নামঞ্জুর করা হয়েছে এবং ২৩টি শুনানি এখনো পেন্ডিং অবস্থায় রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ৩১১ থেকে ৪১০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তফসিল অনুযায়ী, ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আপিল নিষ্পত্তি কার্যক্রম চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। এই প্রচারণা চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত সারা দেশে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শেখ হাসিনা-কাদের-কামাল-নিজাম হাজারীসহ ১৭১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

পঞ্চম দিনের শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেলেন আরো ৭৩ জন

প্রকাশের সময় : ০৮:০২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক : 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানিতে পঞ্চম দিনে আরো ৭৩ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১০০টি আপিলের শুনানি শেষে এই সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন (ইসি)।

সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ ২১১ থেকে ৩১০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৭৩টি আপিল মঞ্জুর করে প্রার্থীদের বৈধ ঘোষণা করা হয়েছে, ১৭টি আপিল নামঞ্জুর হয়েছে এবং ১০টি আবেদনের বিষয়ে সিদ্ধান্ত পেন্ডিং রাখা হয়েছে।

তিনি আরো বলেন, এই পাঁচ দিনে ৩৮০টা আপিল আমরা শুনেছি। এর মধ্যে অ্যাপ্রুভ হয়েছে ২৭৭টা। রিজেক্ট হয়েছে ৮১টা। আর বিভিন্ন কারণে ডেফার করা হয়েছে ২৩টা। সর্বমোট আপিল দায়ের করা হয়েছিল ৬৪৫টা; আর আমরা ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি করবো।

ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, গত পাঁচ দিনে মোট ৩৮০টি আপিলের শুনানি সম্পন্ন হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ২৭৭ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। বিপরীতে ৮১টি আবেদন নামঞ্জুর করা হয়েছে এবং ২৩টি শুনানি এখনো পেন্ডিং অবস্থায় রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ৩১১ থেকে ৪১০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তফসিল অনুযায়ী, ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আপিল নিষ্পত্তি কার্যক্রম চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। এই প্রচারণা চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত সারা দেশে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।