নিজস্ব প্রতিবেদক :
পঞ্চবটি থেকে মুক্তাপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও দোতলা রাস্তা নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্পের পরামর্শক ব্যয় ১৪ কোটি ৩৭ লাখ ১৩ হাজার ৮২৮ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (২৯ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই ব্যয় বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, প্রকল্পে ডিজাইন, রিভিউ এবং কনস্ট্রকশন সুপারভিশন কাজের জন্য পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে যৌথভাবে দক্ষিণ কোরিয়ার কুনহুয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটিং কোম্পানি লিমিটেড এবং জিইএম কনসালট্যান্ট বিডি ও ভারনাকুলার কনসালট্যান্ট লিমিটেড বিডিকে ২৮ কোটি ৯৮ লাখ ৩২ হাজার ৪০৮ টাকায় নিয়োগ দেওয়া হয়।
চুক্তির মেয়াদ চলতি বছরের ৩০ জুন শেষ হয়। কিন্তু নির্মাণকাজ সমাপ্ত না হওয়ায় প্রকল্পে নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠানের চুক্তির মেয়াদ এক বছর বৃদ্ধির জন্য ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১৪ কোটি ৩৭ লাখ ১৩ হাজার ৮২৮ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাবে নিয়ে আসে সেতু বিভাগ। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি অনুমোদন দিয়েছে। এতে সংশোধিত চুক্তিমূল্য বেড়ে হয়েছে ৪৩ কোটি ৩৫ লাখ ৪৬ হাজার ২৩৭ টাকা।
এদিকে বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্ত বিভাগের আওতাধীন সংস্থা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়নাধীন ‘ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ (ইডিজিই)’ শীর্ষ প্রকল্পের একটি প্যাকেজে ১৫৬ কোটি ৪৭ লাখ ২৮ হাজার ৭৪৫ টাকা ব্যয়ের একটি প্রস্তাব উপস্থান করা হয়। উপদেষ্টা পরিষদ কমিটি এই প্রস্তাবটিও অনুমোদন দিয়েছে।