পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড়ে বজ্রপাতে শৈল বালা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুন) সকালে সদর উপজেলার ঘাগড়াপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
ঘাগড়া পাড়া গ্রামের জগেশ চন্দ্র রায়ের স্ত্রী শৈল বালা সকালে ঘুম থেকে উঠে গোসল করতে বাড়ির পেছনে টিউবওয়েলের কাছে যান। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। এ সময় বজ্রপাতে তাঁর শরীর ঝলসে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক শৈল বালাকে মৃত ঘোষনা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন নিহতের পুত্রবধূ পবিত্রা রানী।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় জানান, শৈল বালা নিহতের ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।