Dhaka সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবি পোশাক শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক : 

পোশাক শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকাসহ আট দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গার্মেন্ট শ্রমিক পরিষদের তিনটি সংগঠন জাতীয় গার্মেন্ট শ্রমিক পরিষদ, বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড ইন্ড্রাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশন ও ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্ট ওয়ার্কাস।

রোববার (১ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আট দফা দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা যা ২০১৮ সালের ২৫ নভেম্বর ঘোষণা করা হয়। আগামী ২৫ নভেম্বর পাঁচ বছর পূর্ণ হবে। এই পাঁচ বছরে প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, আলু, রসুন, মাছ-মাংস তরিতরকারী, শিক্ষা, চিকিৎসা, বাড়িভাড়া খরচ বৃদ্ধি পেয়ে দ্বিগুণ বা তার বেশি হয়েছে। সে তুলনায় শ্রমিকদের মজুরি বাড়েনি। বরং বর্তমান ডলারের মান হিসাব করলে শ্রমিকদের মজুরি কমেছে এবং মালিকদের ডলারের বর্তমান বাজারদর অনুসারে মুনাফা অনেক বেড়েছে।

তারা আরও বলেন, বর্তমান বাজারমূল্য ও পারিপার্শ্বিক অবস্থা আমলে নিয়ে শ্রমিকদের ন্যূনতমভাবে বেঁচে থাকার জন্য মজুরি বাড়াতে হবে। বর্তমানে শ্রমিক যে মজুরি পায় তা নিয়ে শ্রমিকদের সংসার চালানো সম্ভব নয়। ধারকর্য করে সংসার চালাতে হয়, না খেয়ে শ্রমিকদের কাজ করতে হয়, অনেক শ্রমিক কারখানার ছুটির পর বাইরে অতিরিক্ত কাজ করেন।

পোশাক শ্রমিকদের দাবিগুলো হলো:

সাতটি গ্রেডের পরিবর্তে পাঁচটি গ্রেড করতে হবে; এক ও দুই নম্বর গ্রেড স্টাফদের জন্য করতে হবে; তিন নম্বর গ্রেড (অভিজ্ঞ অপারেটরসহ) শ্রমিকদের জন্য ২৮ হাজার ৫০০ টাকা মজুরি করতে হবে; চার নম্বর গ্রেড (জুনিয়র অপারেটর বা কম অভিজ্ঞ) শ্রমিকদের জন্য ২৬ হাজার টাকা করতে হবে; পাঁচ নম্বর গ্রেড হেলপারদের জন্য ২৩ হাজার টাকা করতে হবে; মূল মজুরি ৬৫ শতাংশ এবং বাড়িভাড়া ৩৫ শতাংশ করতে হবে এবং শ্রমিকদের আইডি কার্ডে (পরিচয়পত্র) গ্রেড উল্লেখ করে দিতে হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রতি বছর নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার

ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবি পোশাক শ্রমিকদের

প্রকাশের সময় : ০২:০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

পোশাক শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকাসহ আট দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গার্মেন্ট শ্রমিক পরিষদের তিনটি সংগঠন জাতীয় গার্মেন্ট শ্রমিক পরিষদ, বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড ইন্ড্রাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশন ও ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্ট ওয়ার্কাস।

রোববার (১ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আট দফা দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা যা ২০১৮ সালের ২৫ নভেম্বর ঘোষণা করা হয়। আগামী ২৫ নভেম্বর পাঁচ বছর পূর্ণ হবে। এই পাঁচ বছরে প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, আলু, রসুন, মাছ-মাংস তরিতরকারী, শিক্ষা, চিকিৎসা, বাড়িভাড়া খরচ বৃদ্ধি পেয়ে দ্বিগুণ বা তার বেশি হয়েছে। সে তুলনায় শ্রমিকদের মজুরি বাড়েনি। বরং বর্তমান ডলারের মান হিসাব করলে শ্রমিকদের মজুরি কমেছে এবং মালিকদের ডলারের বর্তমান বাজারদর অনুসারে মুনাফা অনেক বেড়েছে।

তারা আরও বলেন, বর্তমান বাজারমূল্য ও পারিপার্শ্বিক অবস্থা আমলে নিয়ে শ্রমিকদের ন্যূনতমভাবে বেঁচে থাকার জন্য মজুরি বাড়াতে হবে। বর্তমানে শ্রমিক যে মজুরি পায় তা নিয়ে শ্রমিকদের সংসার চালানো সম্ভব নয়। ধারকর্য করে সংসার চালাতে হয়, না খেয়ে শ্রমিকদের কাজ করতে হয়, অনেক শ্রমিক কারখানার ছুটির পর বাইরে অতিরিক্ত কাজ করেন।

পোশাক শ্রমিকদের দাবিগুলো হলো:

সাতটি গ্রেডের পরিবর্তে পাঁচটি গ্রেড করতে হবে; এক ও দুই নম্বর গ্রেড স্টাফদের জন্য করতে হবে; তিন নম্বর গ্রেড (অভিজ্ঞ অপারেটরসহ) শ্রমিকদের জন্য ২৮ হাজার ৫০০ টাকা মজুরি করতে হবে; চার নম্বর গ্রেড (জুনিয়র অপারেটর বা কম অভিজ্ঞ) শ্রমিকদের জন্য ২৬ হাজার টাকা করতে হবে; পাঁচ নম্বর গ্রেড হেলপারদের জন্য ২৩ হাজার টাকা করতে হবে; মূল মজুরি ৬৫ শতাংশ এবং বাড়িভাড়া ৩৫ শতাংশ করতে হবে এবং শ্রমিকদের আইডি কার্ডে (পরিচয়পত্র) গ্রেড উল্লেখ করে দিতে হবে।