নোয়াখালী জেলা প্রতিনিধি :
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সদ্য উদ্বোধনকৃত মডেল মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটেছে। এতে মসজিদের দরজা জানালা ভেঙে চুরমার হয়ে গেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে মসজিদের ওই কক্ষের দুটি দরজা, জানালা, মেঝে ও ওপরের সিলিংয়ের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো মুসল্লির হতাহতের খবর পাওয়া যায়নি।
নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, বিষয়টি নাশকতা নাকি অন্যকিছু তা খতিয়ে দেখা হচ্ছে। এজন্য বোম ডিস্পোজাল ইউনিটকে ডাকা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসির আরাফাত জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বৃহস্পতিবার (১৬ মার্চ) মসজিদটি উদ্বোধন করেন।
মঙ্গলবার (২১ মার্চ) রাতে মসজিদটির দ্বিতীয় তলায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। মসজিদের ভেতরে আগুন ধরে যায়। এতে ওই তলার মেঝে ও দেয়ালে ফাটলসহ জানালার কাচ চূর্ণবিচূর্ণ হয়ে যায়।
খবর পেয়ে বুধবার (২২ মার্চ) সকালে নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, বিস্ফোরণের উৎস সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার সময় ওই কক্ষে কেউ ছিল কি না, সে বিষয়ে তথ্য পাওয়া যায়নি। বিস্ফোরণের উৎস জানতে বিশেষজ্ঞ দলকে খবর পাঠানো হয়েছে। তারা পরীক্ষা পর প্রতিবেদন দিলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, বিস্ফোরণের পর থেকে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। নাশকতার আলামত পেলে মামলা করা হবে।
ধর্ম মন্ত্রণালয়ের অধীন প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে মসজিদটি নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান হক এন্ড ব্রাদার্স। এর আগে মসজিদ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছিলেন স্থানীয়রা।