নোয়াখালী জেলা প্রতিনিধি :
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) সকালে বেগমগঞ্জ, সদর থানা ও গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এর আগে, শুক্রবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার একলাশপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আন্দোলনের নামে দেশব্যাপী বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা নাশকতা সৃষ্টি করছে। গত কয়েকদিনের হরতাল-অবরোধের সময় নোয়াখালীর বিভিন্নস্থানে অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর করে বিএনপির নেতাকর্মীরা। এসব ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ। শনিবার সকালে বিশেষ অভিযান চালিয়ে বেগমগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবেরের বিরুদ্ধে নাশকতা, সহিংসতা ও জ্বালাও পোড়াওর ঘটনায় ১৭টি মামলা রয়েছে। দুপুরে একাধিক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে বিচারিক আদালতে প্রেরণ করা হবে।
নোয়াখালী জেলা প্রতিনিধি 




















