Dhaka বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীতে মা-মেয়েকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে আটক ২

নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ঘর থেকে তুলে নিয়ে মা ও মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ২ যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ অক্টোবর) রাতে ভুক্তভোগী ওই নারী কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ করেন। এর আগে, গত রোববার রাতে এ ঘটনা ঘটে। আটক দুজন হলেন-হাসান (৩৬) ও হারুন (৩২)।

ভুক্তভোগী নারী (৩৮) জানান, তাঁর স্বামী গাড়িচালক। বাড়িতে তিনি ও তাঁর মেয়ে (১৭) এবং এক দেবর (২১) থাকেন। তাঁদের বাড়ির কাছে বাড়িঘর কম। গত ২১ অক্টোবর রাতে উপজেলার চরএলাহী ইউনিয়নের রাশেদ, সাইফুল, হাসান, হারুন, রাজু ও ইব্রাহিম তাঁদের বাড়িতে আসেন। তারা ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে ওই নারীর দেবরের মুখ, হাত-পা বেঁধে রেখে তাঁর মেয়ে ও তাঁকে ঘর থেকে বের করে আনে।

অভিযোগ ওঠা যুবকদের মধ্যে তিনজন ওই নারীকে টেনে বাড়ির পুকুর পাড়ে নিয়ে যায়। আর অপর তিনজন মেয়েকে বসতঘরের পাশের রান্নাঘরের সামনে নিয়ে যায়। এরপর ওই নারীকে পুকুর পাড়ে ও তাঁর মেয়েকে রান্নাঘরের সামনে রাত ৩টা পর্যন্ত সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। যাওয়ার সময় ঘর থেকে টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্রও লুট করে নিয়ে যান অভিযোগ ওঠা ব্যক্তিরা। ঘটনাটি কাউকে না জানানোর জন্য হুমকি দেন তাঁরা।

ঘটনার পর পরদিন সকালে বিষয়টি স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের জানান এবং তাঁদের কাছে ঘটনার বিচার চান ভুক্তভোগী নারী ও তাঁর মেয়ে। কিন্তু স্থানীয় ব্যক্তিরা বিচারের নামে তালবাহানা করতে থাকেন। পরে বাধ্য হয়ে ওই নারী গতকাল শনিবার বিকেলে স্থানীয় চরবালুয়া পুলিশ ক্যাম্পে গিয়ে মৌখিক অভিযোগ করেন।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুস সুলতান বলেন, এ ঘটনায় ৬ জনকে আসামি করে ভুক্তভোগী অভিযোগ দিয়েছিলেন। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর রাতে অভিযান চালিয়ে দুজনকে ধরা হয়েছে। রাতেই ওই দুজনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী মা। শারীরিক পরীক্ষার জন্য এদিন মা-মেয়েকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের ফ্লাইট

নোয়াখালীতে মা-মেয়েকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে আটক ২

প্রকাশের সময় : ১২:২৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ঘর থেকে তুলে নিয়ে মা ও মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ২ যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ অক্টোবর) রাতে ভুক্তভোগী ওই নারী কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ করেন। এর আগে, গত রোববার রাতে এ ঘটনা ঘটে। আটক দুজন হলেন-হাসান (৩৬) ও হারুন (৩২)।

ভুক্তভোগী নারী (৩৮) জানান, তাঁর স্বামী গাড়িচালক। বাড়িতে তিনি ও তাঁর মেয়ে (১৭) এবং এক দেবর (২১) থাকেন। তাঁদের বাড়ির কাছে বাড়িঘর কম। গত ২১ অক্টোবর রাতে উপজেলার চরএলাহী ইউনিয়নের রাশেদ, সাইফুল, হাসান, হারুন, রাজু ও ইব্রাহিম তাঁদের বাড়িতে আসেন। তারা ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে ওই নারীর দেবরের মুখ, হাত-পা বেঁধে রেখে তাঁর মেয়ে ও তাঁকে ঘর থেকে বের করে আনে।

অভিযোগ ওঠা যুবকদের মধ্যে তিনজন ওই নারীকে টেনে বাড়ির পুকুর পাড়ে নিয়ে যায়। আর অপর তিনজন মেয়েকে বসতঘরের পাশের রান্নাঘরের সামনে নিয়ে যায়। এরপর ওই নারীকে পুকুর পাড়ে ও তাঁর মেয়েকে রান্নাঘরের সামনে রাত ৩টা পর্যন্ত সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। যাওয়ার সময় ঘর থেকে টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্রও লুট করে নিয়ে যান অভিযোগ ওঠা ব্যক্তিরা। ঘটনাটি কাউকে না জানানোর জন্য হুমকি দেন তাঁরা।

ঘটনার পর পরদিন সকালে বিষয়টি স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের জানান এবং তাঁদের কাছে ঘটনার বিচার চান ভুক্তভোগী নারী ও তাঁর মেয়ে। কিন্তু স্থানীয় ব্যক্তিরা বিচারের নামে তালবাহানা করতে থাকেন। পরে বাধ্য হয়ে ওই নারী গতকাল শনিবার বিকেলে স্থানীয় চরবালুয়া পুলিশ ক্যাম্পে গিয়ে মৌখিক অভিযোগ করেন।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুস সুলতান বলেন, এ ঘটনায় ৬ জনকে আসামি করে ভুক্তভোগী অভিযোগ দিয়েছিলেন। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর রাতে অভিযান চালিয়ে দুজনকে ধরা হয়েছে। রাতেই ওই দুজনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী মা। শারীরিক পরীক্ষার জন্য এদিন মা-মেয়েকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।