আন্তর্জাতিক ডেস্ক :
পূর্ব ইউরোপের পশ্চিম নেদারল্যান্ডসে একটি যাত্রীবাহী ট্রেন এবং একটি মালবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। এদের মধ্যে কারো কারো অবস্থা গুরুতর।
মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরশোটেন রাত ৩টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। যাত্রীবাহী ট্রেনটিতে ৫০ জন যাত্রী ছিল। জরুরি পরিষেবা এবং চিকিৎসকরা ঘটনাস্থলে কাজ করছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ঘটনাস্থলে এখন উদ্ধার অভিযান চালাচ্ছেন জরুরি পরিষেবা সংস্থার সদস্যরা। তবে তাৎক্ষণিকভাবে জানা যায়নি কী করণে এ দুর্ঘটনা ঘটল।
সংঘর্ষের পর যাত্রীবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। কী কারণে এই সংঘর্ষ ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ সময় ট্রেন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। আহতদের হাসপাতালে নেওয়ার জন্য বেশ কয়েকটি অ্যাম্বুল্যান্স প্রস্তুত থাকতে দেখা যায়।
প্রথমে বলা হয়েছিল, যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। কিন্তু পরবর্তীতে বার্তাসংস্থা রয়টার্স জানায়, যেখানে ট্রেন দুর্ঘটনা ঘটেছে, সেখানকার রেললাইনে নির্মাণ সামগ্রী রাখা ছিল। ওই নির্মাণ সামগ্রীর সঙ্গেই যাত্রীবাহী ট্রেনের ধাক্কা লেগেছে।
বার্তাসংস্থা এএনপির বরাতে রয়টার্স জানিয়েছে, সংঘর্ষের পর পর ট্রেনটির প্রথম বগি পাশের একটি মাঠে ছিটকে পড়ে। দ্বিতীয় বগিটি এর পাশেই ছিল। ট্রেনটির শেষ দিকের একটি বগিতে আগুন লেগে যায়। যা পরবর্তীতে নেভানো হয়। সূত্র : বিবিসি।