আন্তর্জাতিক ডেস্ক :
নেদারল্যান্ডসে জীবাশ্ম জ্বালানিতে সরকারি ভর্তুকি বন্ধের দাবিতে বিক্ষোভরত শিশুসহ দুই হাজার ৪০০ জন জলবায়ু কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। হেগের একটি প্রধান মোটরওয়ে অবরোধ করার পর তাদের গ্রেফতার করা হয়।
দেশটিতে শনিবার (৯ সেপ্টেম্বর) জীবাশ্ম জ্বালানি শিল্পে সরকারি ভর্তুকি বন্ধের দাবিতে বিক্ষোভ করেন জলবায়ু কর্মীরা। ‘এক্সটিংকশন রেবেলিয়ন’ নামের আন্তর্জাতিক পরিবেশ আন্দোলন সংগঠন শনিবার নেদারল্যান্ডসে এ বিক্ষোভের আয়োজন করে। হাজার হাজার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে।
রোববার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, জীবাশ্ম জ্বালানি শিল্পে সরকারি ভর্তুকি বন্ধের দাবিতে শনিবার নেদারল্যান্ডসের একটি মহাসড়কে বিক্ষোভে নামা হাজার হাজার জলবায়ু কর্মীকে ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করেছে। মূলত রাস্তা বন্ধ করে বিক্ষোভ না করতে কর্তৃপক্ষের সতর্কতা উপেক্ষা করে জলবায়ু কর্মীরা।
রয়টার্স বলছে, কর্তৃপক্ষের সতর্কতা উপেক্ষা করে ১০ হাজারেরও বেশি বিক্ষোভকারী এ১২ হাইওয়ে ধরে হেগের দিকে মিছিল শুরু করে। পরে পুলিশ জলকামান ব্যবহার করে এবং ২৪০০ জলবায়ু কর্মী আটক করে।
পুলিশ এক বিবৃতিতে বলেছে, তারা ২৪০০ বিক্ষোভকারীকে আটক করেছে। আটকৃতদের মধ্যে নাবালক শিশুও রয়েছে। জলকামান ব্যবহারের ঘটনায় কারও আহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি।
রাস্তা বন্ধ করে বিক্ষোভ না করতে সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। কিন্তু বিক্ষোভকারীরা তা উপেক্ষা করেন। তাই তাদের গণহারের গ্রেফতার করা হয়।
জানা গেছে, শনিবারের বিক্ষোভে ১০ হাজারের বেশি মানুষ অংশ নেন। তারা এ১২ মহাসড়ক ধরে হেগের দিকে মিছিল শুরু করেন।
এক বিবৃতিতে পুলিশ জানায়, তারা দুই হাজার ৪০০ জন বিক্ষোভকারীকে আটক করেছে। আটকদের মধ্যে শিশুও রয়েছে। জলকামান ব্যবহারের ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
নেদারল্যান্ডস সরকার তেল ও গ্যাস শিল্পে ভর্তুকি বন্ধ না করা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবে এক্সটিংকশন রেবেলিয়ন সংগঠনটি। এর আগে মে মাসে নেদারল্যান্ডসে জীবাশ্ম জ্বালানি শিল্পে সরকারি ভর্তুকি বন্ধের দাবিতে এক বিক্ষোভ থেকে দেড় হাজারের বেশি জলবায়ু বিক্ষোভকারীকে আটক করেছিল পুলিশ। সূত্র: রয়টার্স।