Dhaka বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোনায় প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

নেত্রকোনা জেলা প্রতিনিধি : 

নেত্রকোণায় প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও সাতজন আহত হন।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের ঝাউসী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য হলেন- জেলার বারহাট্রা উপজেলার ফকিরের বাজার তদন্তকেন্দ্রের কনষ্টেবল আব্দুল হাকিম। তার বাড়ি ময়মনসিংহের ফুলপুরে।

অপর নিহতের ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পুলিশ নিশ্চিত করতে পারেনি। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন ।

নেত্রকোনা মডেল থানার এসআই মশিউল জানান, নেত্রকোনাগামী প্রাইভেটকারের সঙ্গে ময়মনসিংহগামী যাত্রীবোঝাই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। আহত হন সাতজন। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠান। পরে তিনজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্যে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ

নেত্রকোনায় প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

প্রকাশের সময় : ০৭:২৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪

নেত্রকোনা জেলা প্রতিনিধি : 

নেত্রকোণায় প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও সাতজন আহত হন।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের ঝাউসী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য হলেন- জেলার বারহাট্রা উপজেলার ফকিরের বাজার তদন্তকেন্দ্রের কনষ্টেবল আব্দুল হাকিম। তার বাড়ি ময়মনসিংহের ফুলপুরে।

অপর নিহতের ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পুলিশ নিশ্চিত করতে পারেনি। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন ।

নেত্রকোনা মডেল থানার এসআই মশিউল জানান, নেত্রকোনাগামী প্রাইভেটকারের সঙ্গে ময়মনসিংহগামী যাত্রীবোঝাই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। আহত হন সাতজন। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠান। পরে তিনজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্যে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।