আন্তর্জাতিক ডেস্ক :
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জার্মানির নাৎসি একনায়ক অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, হিটলার থেকে ভিন্ন নন নেতানিয়াহু। সেই সঙ্গে গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হত্যাযজ্ঞকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি বাহিনীর ইহুদি নিধনযজ্ঞের সঙ্গে তুলনা করেছেন তিনি।
বুধবার (২৭ ডিসেম্বর) আঙ্কারায় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এরদোয়ান বলেন, তারা হিটলারকে নিয়ে বাজে মন্তব্য করতো। কিন্তু এখন তোমাদের সঙ্গে হিটলারের পার্থক্য কোথায়। নেতানিয়াহু যা করছে তা কি হিটলারের চেয়ে কোনো অংশে কম? একদমই না।
এরদোয়ান বলেন, হিটলারের চেয়ে নেতানিয়াহু ধনী। তিনি পশ্চিমাদের সমর্থন পান। যুক্তরাষ্ট্র থেকে সব ধরনের সহায়তা আসে। আর এই সহায়তা নিয়ে তারা কী করছেন? তারা ২০ হাজারেরও বেশি গাজাবাসীকে হত্যা করেছে।
এর আগেও নেতানিয়াহু ও ইসরায়েলের সমালোচনা করেছিলেন এরদোয়ান। তিনি বলেছিলেন, ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র এবং তাদের অসীম সমর্থন দেয় পশ্চিমারা।
গত নভেম্বরে ইসরায়েলকে ‘সন্ত্রাসবাদী রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেন এরদোয়ান; যাদের সীমাহীন পশ্চিমা মদদ রয়েছে বলেও অভিযোগ করেন।হিটলারের শাসনামলে ইউরোপে পরিকল্পনামাফিক ইহুদিদের নিধন করা হয়েছে। এতে প্রায় ৬০ লাখ ইহুদিকে নানা নির্মম পন্থায় হত্যা করা হয়।
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু অবশ্য পরে এমন কড়া মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন। তিনি তুরস্কে ও কুর্দি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে এরদোয়ান অধিকার লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলে সমালোচনা করেছেন।
সমালোচনার পরও ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রক্ষা করে আসছে তুরস্ক। দেশটির বিরোধীদলগুলোসহ ইরানও এই সম্পর্কের নিন্দা জানিয়ে আসছে। তবে আঙ্কারা বলছে, ৭ অক্টোবরে গাজা-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য একলাফে অনেকটাই কমে গেছে।
৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে ১৪০০ ইসরায়েলি নাগরিক প্রাণ হারায় জবাবে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। বিমান হামলা ও স্থল অভিযানে ১৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৫ হাজারেরও বেশি। হতাহতদের বেশির ভাগই নারী ও শিশু। সামরিক হতাহত এড়াতে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছিল।
২২ নভেম্বর মধ্যস্থতাকারী কাতার জানায়, বেশ কিছু শর্ত মেনে দুই পক্ষ রাজি হয়। দুই দফায় বাড়া সেই যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকেই গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল।