খুলনা জেলা প্রতিনিধি :
খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় নেতাকর্মী নিয়ে যোগ দিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
সোমবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে খুলনা সার্কিট হাউস মাঠে মিছিল নিয়ে এসে পৌঁছান তিনি।
মিছিলে আসা নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে সভাস্থালে প্রবেশ করেন। প্রিয় ক্রিকেটার মাশরাফিকে কাছে পেয়ে অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েন স্থানীয় নেতাকর্মীরা।
মাশরাফি ছাড়াও বিভিন্ন জেলা-উপজেলার নেতারা তাদের কর্মী নিয়ে মিছিল করে এ জনসভায় যোগ দিচ্ছেন। জনসভায় ১০ লাখ মানুষের সমাগম হবে বলে প্রত্যাশা আওয়ামী লীগের নেতাদের। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুরো নগরী নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।
বিকেল ৩টায় জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ২০১৮ সালের ৩ মার্চ খুলনা সার্কিট হাউজ ময়দানের জনসভায় এসেছিলেন তিনি।
দুপুর সাড়ে ১২টার দিকে হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রী খুলনায় পৌঁছেছেন। প্রথমে তিনি খুলনা সার্কিট হাউজ মিলনায়তনে বিভাগের সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
জনসভায় সভাপতিত্ব করবেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। সেখানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা জনসভায় বক্তব্য দেবেন।