Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নেট দুনিয়ায় নগ্ন ছবি প্রকাশ করলেন বলিউডের বিদ্যুৎ!

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:৪২:৪১ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
  • ২১৬ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

চমকে দেওয়ার মতো কাণ্ড এই প্রথম না, বিদ্যুৎ জামওয়াল আগেও করেছেন, বহুবার। কখনও মাইনাস তাপমাত্রায় গিয়ে বরফের জলে গলা অব্দি ডুবে থেকেছেন, কখনও আবার বিস্ময়কর শারীরিক কসরতে মুগ্ধ করেছেন ভক্তদের। অভিনয়ের বাইরে বিদ্যুতের এই ব্যক্তিজীবন বরাবরই তার অনুসারীদের উৎসাহিত করে।

তবে এবার আরও চমকে দিলেন ‘কমান্ডো’ তারকা। হিমালয় পর্বতে গিয়ে একেবারে বিবস্ত্র হয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি। নেট দুনিয়ায় নিজের নগ্ন ছবি প্রকাশ করেছেন তিনি। যা দেখে অনেকেরই চোখ কপালে!

এটা অবশ্য অনেকের জানা, প্রকৃতির কাছাকাছি থাকতে ভীষণ পছন্দ করেন বিদ্যুৎ জামওয়াল। তাই সারা বছর কাজে ডুবে না থেকে কিছুদিন পরপরই ছুটে যান লোকালয় ছেড়ে নির্জনে। আর নিজেকে সময় দেন, খোঁজার চেষ্টা করেন আত্মিক শান্তি। এবারের হিমালয় সফরটিও তার সেই মিশনেরই অংশ।

তিনটি ছবি পোস্ট করেছেন বিদ্যুৎ। এতে দেখা যায়, একেবারে বস্ত্রহীন হয়ে তিনি পাহাড়ি নদীতে স্নান করছেন, মেডিটেশন করছেন, আবার আদিম কায়দায় পাথরের চুলা বানিয়ে রান্নাও সেরে নিচ্ছেন। ছবিগুলোর সঙ্গে বিদ্যুতের বার্তা এরকম, ‘হিমালয় পর্বতমালায় আমার নিভৃতবাস। ঐশ্বরিক বাসস্থান। এটা শুরু হয়েছিল ১৪ বছর আগে। প্রতি বছর ৭-৮ দিন এরকম নির্জনে, একা কাটানো আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে।’

বিদ্যুৎ জামওয়াল

অভিনেতার কথায় বোঝা যায়, তিনি প্রতি বছরই সপ্তাহ খানেকের জন্য এমন পাহাড়ি জঙ্গলে ছুটে যান। বিষয়টি নিয়ে আরেকটু ব্যাখ্যা দিয়ে বিদ্যুৎ জামওয়াল বলেছেন, বিলাসবহুল জীবন থেকে ছুটি নিয়ে জঙ্গলে আসা; আমি নিজের এই সঙ্গ উপভোগ করি এবং উপলব্ধি করার চেষ্টা করি, আমি কে।

প্রশ্ন উঠতে পারে, বিদ্যুৎ যদি একাই ঘুরতে যান, তাহলে তার এই ছবিগুলো কে তুলে দিয়েছে? সে বিষয়টিও খোলাসা করেছেন অভিনেতা। জানালেন, মোহর সিং নামের স্থানীয় এক রাখালের সহযোগিতায় ছবিগুলো তুলেছেন তিনি।

বড় পর্দায় বিদ্যুতকে সর্বশেষ দেখা গেছে ‘আইবি৭১’ সিনেমায়। এটি মুক্তি পায় গত ১২ মে। সংকল্প রেড্ডি নির্মিত ছবিটি অবশ্য বক্স অফিসে সাফল্য পায়নি। আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে তার নতুন ছবি ‘ক্র্যাক’। এতে তার সঙ্গে আছেন নোরা ফাতেহি ও অর্জুন রামপাল। সূত্র: হিন্দুস্তান টাইমস।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আপস করলে খালেদা জিয়া অনেক আগেই ক্ষমতায় বসতে পারতেন : সেলিমা রহমান

নেট দুনিয়ায় নগ্ন ছবি প্রকাশ করলেন বলিউডের বিদ্যুৎ!

প্রকাশের সময় : ০৪:৪২:৪১ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক : 

চমকে দেওয়ার মতো কাণ্ড এই প্রথম না, বিদ্যুৎ জামওয়াল আগেও করেছেন, বহুবার। কখনও মাইনাস তাপমাত্রায় গিয়ে বরফের জলে গলা অব্দি ডুবে থেকেছেন, কখনও আবার বিস্ময়কর শারীরিক কসরতে মুগ্ধ করেছেন ভক্তদের। অভিনয়ের বাইরে বিদ্যুতের এই ব্যক্তিজীবন বরাবরই তার অনুসারীদের উৎসাহিত করে।

তবে এবার আরও চমকে দিলেন ‘কমান্ডো’ তারকা। হিমালয় পর্বতে গিয়ে একেবারে বিবস্ত্র হয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি। নেট দুনিয়ায় নিজের নগ্ন ছবি প্রকাশ করেছেন তিনি। যা দেখে অনেকেরই চোখ কপালে!

এটা অবশ্য অনেকের জানা, প্রকৃতির কাছাকাছি থাকতে ভীষণ পছন্দ করেন বিদ্যুৎ জামওয়াল। তাই সারা বছর কাজে ডুবে না থেকে কিছুদিন পরপরই ছুটে যান লোকালয় ছেড়ে নির্জনে। আর নিজেকে সময় দেন, খোঁজার চেষ্টা করেন আত্মিক শান্তি। এবারের হিমালয় সফরটিও তার সেই মিশনেরই অংশ।

তিনটি ছবি পোস্ট করেছেন বিদ্যুৎ। এতে দেখা যায়, একেবারে বস্ত্রহীন হয়ে তিনি পাহাড়ি নদীতে স্নান করছেন, মেডিটেশন করছেন, আবার আদিম কায়দায় পাথরের চুলা বানিয়ে রান্নাও সেরে নিচ্ছেন। ছবিগুলোর সঙ্গে বিদ্যুতের বার্তা এরকম, ‘হিমালয় পর্বতমালায় আমার নিভৃতবাস। ঐশ্বরিক বাসস্থান। এটা শুরু হয়েছিল ১৪ বছর আগে। প্রতি বছর ৭-৮ দিন এরকম নির্জনে, একা কাটানো আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে।’

বিদ্যুৎ জামওয়াল

অভিনেতার কথায় বোঝা যায়, তিনি প্রতি বছরই সপ্তাহ খানেকের জন্য এমন পাহাড়ি জঙ্গলে ছুটে যান। বিষয়টি নিয়ে আরেকটু ব্যাখ্যা দিয়ে বিদ্যুৎ জামওয়াল বলেছেন, বিলাসবহুল জীবন থেকে ছুটি নিয়ে জঙ্গলে আসা; আমি নিজের এই সঙ্গ উপভোগ করি এবং উপলব্ধি করার চেষ্টা করি, আমি কে।

প্রশ্ন উঠতে পারে, বিদ্যুৎ যদি একাই ঘুরতে যান, তাহলে তার এই ছবিগুলো কে তুলে দিয়েছে? সে বিষয়টিও খোলাসা করেছেন অভিনেতা। জানালেন, মোহর সিং নামের স্থানীয় এক রাখালের সহযোগিতায় ছবিগুলো তুলেছেন তিনি।

বড় পর্দায় বিদ্যুতকে সর্বশেষ দেখা গেছে ‘আইবি৭১’ সিনেমায়। এটি মুক্তি পায় গত ১২ মে। সংকল্প রেড্ডি নির্মিত ছবিটি অবশ্য বক্স অফিসে সাফল্য পায়নি। আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে তার নতুন ছবি ‘ক্র্যাক’। এতে তার সঙ্গে আছেন নোরা ফাতেহি ও অর্জুন রামপাল। সূত্র: হিন্দুস্তান টাইমস।