বিনোদন ডেস্ক :
রমজানের প্রথম দিনেই দুঃসংবাদ দিলেন ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। তার বাবা মাজহারুল ইসলাম ব্রেইনস্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে রাখা হয়েছে। অভিনেত্রী নিজেই ফেসবুকে এ খবর জানিয়েছেন।
নুসরাত ফারিয়া রমজানের শুভেচ্ছা জানিয়েই বলেন, আমাদের প্রথম রমজান খুব কঠিন ছিল। শেষ রাতে আমার বাবা ব্রেইন স্ট্রোক করেছেন। তিনি এখন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে রয়েছেন। প্লিজ, যদি পারেন আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন।
এর আগে গত মাসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই নায়িকা নিজেও। গত ৮ ফেব্রুয়ারি রাতে হঠাৎ অচেতন হয়ে পড়লে দ্রুত রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছিলেন নুসরাত ফারিয়ার মা পারভিন আক্তার।
সুস্থ হয়ে সম্প্রতি নুসরাত ফারিয়া তুরস্ক ভ্রমণে গিয়েছিলেন। সেখান থেকে ফিরেছেন মাত্র কদিন হলো। এরইমধ্যে এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হলেন।
সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না নুসরাত ফারিয়ার। গেল মাসে নিজে অসুস্থ হয়েছিলেন। আচমকা অচেতন হয়ে পড়েছিলেন। এ সময় তাকে তড়িঘড়ি করে রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিজের শারীরিক ধকল কাটাতেই বাবাকে নিয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়লেন।
ফারিয়ার সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ‘মুজিব: একটি জাতির রূপকার’। ছবিটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন তিনি। আরও অভিনয় করেছেন আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, রিয়াজ আহমেদ, জায়েদ খান, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদসহ দেশের শতাধিক শিল্পী।